Entertainment News

একটা গানে ২৫ টা চুমু, তাও সেন্সরের ছাড়পত্র পেল ‘বেফিকরে’!

২৫টা চুমু। তাও মাত্র একটা গানে! হুম এটাই এখন বলিউডের নয়া বিতর্কের ইস্যু। রণবীর সিংহ আর বাণী কপূরের আসন্ন ছবি ‘বেফিকরে’-র প্রথম গান ‘লবো কা কারোবার’ মুক্তি পেয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৬ ১৮:১২
Share:

২৫টা চুমু। তাও মাত্র একটা গানে! হুম এটাই এখন বলিউডের নয়া বিতর্কের ইস্যু। রণবীর সিংহ আর বাণী কপূরের আসন্ন ছবি ‘বেফিকরে’-র প্রথম গান ‘লবো কা কারোবার’ মুক্তি পেয়েছে। সেই গানে ২৫টা চুমু থাকা সত্ত্বেও তা কী করে সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল তা নিয়ে শুরু হয়েছে নয়া বিতর্ক। গানের সাবটাইটেলে লেখা রয়েছে চুমু খাওয়া কতটা গুরুত্বপূর্ণ।

Advertisement

তবে গানটি যাতে সেন্সরের ছাড়পত্র পায় তার জন্য বিশেষ ব্যবস্থা করেছে টিম ‘বেফিকরে’। সম্প্রতি ‘দো লব্‌জো কি কহানি’ এবং ‘স্পেক্টর’ ছবিতে চুম্বনদৃশ্যের দৈর্ঘ্য কেটে অর্ধেক করে দিয়েছিল সেন্সর বোর্ড। ‘দো লব্‌জ কি কহানি’তে ১৮ সেকেন্ডের চুম্বনদৃশ্য কেটে ৯ সেকেন্ডের করে দেওয়া হয়। সম্ভবত সেই অভিজ্ঞতা থেকেই ‘বেফিকর’এর এই গানে প্রত্যেকটি চুম্বনদৃশ্য ৯ সেকেন্ডের কম রাখা হয়েছে। আর তাতেই বাজিমাত্।

আরও পড়ুন, বিয়ের আগেই সিঁদুর পরলেন শ্রাবন্তী!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement