new Bengali serial

এক বছর পর ধারাবাহিকে ফিরলেন ইন্দ্রনীল, বিরতির নেপথ্য কারণ জানালেন অভিনেতা

‘শোলক সারি’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। চরিত্রের পাশাপাশি নিজের প্রত্যাবর্তন প্রসঙ্গে ভাবনা জানালেন অভিনেতা।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:১২
Share:

ধারাবাহিকে অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়ের লুক। ছবি: সংগৃহীত।

এক বছর পর ধারাবাহিকে ফিরলেন অভিনেতা ইন্দ্রনীল চট্টোপাধ্যায়। সোমবার থেকে সান বাংলায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক ‘শোলক সারি’। ধারাবাহিকে ‘সার্থক’ চরিত্রে অভিনয় করছেন ইন্দ্রনীল।

Advertisement

টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিয়োয় চলছে ধারাবাহিকের শুটিং। নতুন ধারাবাহিক নিয়ে উচ্ছ্বসিত ইন্দ্রনীল। বললেন, ‘‘ধারাবাহিকের প্রোমোর খুব ভাল প্রতিক্রিয়া পেয়েছি। এখন সকলে মিলে একসঙ্গে শুটিং করছি। ভাল লাগছে।’’ ধারাবাহিকের প্রেক্ষাপট বাংলার শাড়ি। মফস্‌সলের দুই বোন কী ভাবে কলকাতায় নিজেদের শাড়ির দোকান খুলতে লড়াই শুরু করে, তা নিয়েই এগোবে গল্প। সেখানে ইন্দ্রনীলের বিপরীতে অভিনয় করছেন দুই নবাগতা অভিনেত্রী সুকন্যা চক্রবর্তী (চরিত্রের নাম ‘শোলক’) এবং সুস্মিতা অধিকারী (চরিত্রের নাম ‘সারি’)। দুই অভিনেত্রীর সঙ্গে তাঁর রসায়ন কেমন জমেছে? ইন্দ্রনীল বললেন, ‘‘ওরা দু’জনেই নতুন। তাই চেষ্টার কোনও ত্রুটি রাখছে না। কোনও সমস্যা হলে প্রয়োজনে পরামর্শ নিচ্ছে। কাজের ফাঁকে আমরা একসঙ্গে আড্ডাও দিচ্ছি।’’

এর আগে অন্য চ্যানেলের ‘নায়িকা নম্বর ওয়ান’ ধারাবাহিকে দর্শক ইন্দ্রনীলকে দেখেছেন। সাধারণত ছোট পর্দায় ধারাবাহিক শেষ মানে কয়েক মাসের মধ্যে নতুন ধারাবাহিকের হাতছানি। সেখানে এক বছরের বিরতি নিয়েছিলেন ইন্দ্রনীল। বললেন, ‘‘ছ’-সাত বছর ধরে টানা কাজ করছি। আমার নিজের একটু বিরতির প্রয়োজন ছিল। কারণ, ছোট পর্দায় একটা চরিত্রে দীর্ঘ দিন ধরে অভিনয় করতে হয়।’’ তবে বিরতি নিয়ে নিজেকেও আলাদা ভাবে সময় দিয়েছিলেন ইন্দ্রনীল। চেয়েছিলেন নতুন ভাবে দর্শকের সামনে উপস্থিত হতে। অভিনেতার কথায়, ‘‘অভিনয়ের উন্নতির পাশাপাশি জিমে বেশি সময় কাটিয়েছিলাম। এ বার তার ফলও পেয়েছি। আমার নতুন লুক দর্শকের পছন্দ হচ্ছে।’’

Advertisement

ইন্দ্রনীল জানালেন, বিরতি নিলেও দর্শকের তরফে লাগাতার তাঁর প্রত্যাবর্তনের অনুরোধ এসেছে। অবশেষে তাঁদের কৌতূহল মেটাতে এবং অনুরোধ রক্ষা করতে পেরেছেন বলে আনন্দিত ইন্দ্রনীল। ‘ব্লুজ়’ প্রযোজিত এই ধারাবাহিকের সম্প্রচারের প্রথম দিন কী পরিকল্পনা তাঁর? হেসে বললেন, ‘‘একটু টেনশনে রয়েছি। আরও পরিশ্রম করব। দর্শক যাতে আমাদের গল্পটা পছন্দ করেন, সেটাই চাই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement