Pariah 2 update

‘পারিয়া’র সিক্যুয়েল ঘিরে কৌতূহলের পারদ ঊর্ধ্বমুখী, কবে থেকে শুরু হবে শুটিং? জানালেন পরিচালক

গত বছর বক্স অফিসে ‘পারিয়া’র সাফল্যের পর থেকেই ছবির সিকুয়েল ঘিরে দর্শকের কৌতূহল বেড়েছে। ছবির দ্বিতীয় ভাগের কাজও দ্রুত শুরু করতে চাইছেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:৩৭
Share:

‘পারিয়া ২’ নিয়ে পরিকল্পনা জানালেন পরিচালক তথাগত মুখোপাধ্যায়। গ্রাফিক: আনন্দবাজার অনলাইন।

গত বছর ৯ ফেব্রুয়ারি মুক্তি পেয়েছিল তথাগত মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘পারিয়া’। বিক্রম চট্টোপাধ্যায় অভিনীত এই ছবির প্রেক্ষাপট ছিল পোষ্যপ্রেম। ছবির সিক্যুয়েল ঘোষণার পর থেকেই দর্শকের কৌতূহল সময়ের সঙ্গে বেড়েছে। এক বছরের উপলব্ধি ভাগ করে নিলেন তথাগত।

Advertisement

পরিচালক আগেই জানিয়েছিলেন, ‘পারিয়া’কে একটি ট্রিলজি হিসেবে ভেবেছেন তিনি। সময়ের সঙ্গে যেমন দর্শকের আগ্রহ বেড়েছে, তেমনই এই ছবির কাজ ধীরে ধীরে এগিয়ে নিয়ে চলেছেন তিনি। জানিয়েছেন, ‘পারিয়া’ ছবির বৈগ্রহিক মুখোশটি তিনি এখনও বাড়িতে মহড়াঘরে সযত্নে রেখে দিয়েছন। দর্শকের এই আগ্রহ পরিচালক হিসেবে তাঁর দায়িত্ব কি আরও বাড়িয়ে দিয়েছে? এই মুহূর্তে ‘রাস’ ছবিটির শুটিংয়ে ব্যস্ত তথাগত। আউটডোরে শটের ফাঁকেই বললেন, ‘‘দায়িত্ব বেড়েছে। আমিও তাই কোনও রকম তাড়াহুড়ো করতে চাইছি না। গল্পটা লিখতেও এক বছর সময় নিলাম।’’

গত এক বছরে ইন্ডাস্ট্রির ভিতরে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের কাছে ছবির সিক্যুয়েল নিয়ে প্রশ্নের সম্মুখীন হয়েছেন তথাগত। তিনি বললেন, ‘‘আবাসনের নিরাপত্তা কর্মী থেকে শুরু করে অ্যাপ ক্যাব চালক বা সিনেমা হলের টিকিট বিক্রেতা— কেউ বাদ নেই। এমনকি সকালে আমি আমার পোষ্যদের নিয়ে নিয়মিত হাঁটতে যাই। সেখানেও পথচারীরা এই ছবি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন। পরিচালক হিসেবে এগুলোই আমার কাছে প্রাপ্তি।’’

Advertisement

এই মুহূর্তে ‘পারিয়া ২’-এর গল্প লেখার কাজ শেষ করেছেন তথাগত। ফেব্রুয়ারি মাসে ‘রাস’-এর শুটিং শেষ করে তিনি ‘পারিয়া ২’-এর চিত্রনাট্য লেখা শুরু করবেন। বললেন, ‘‘জুন-জুলাই নাগাদ ‘রাস’ মুক্তি পাবে। পুজোর পর থেকে হয়তো ‘পারিয়া ২’-এর শুটিং শুরু করতে পারব।’’ এই ছবির জন্য খুব শীঘ্র বিক্রমও প্রস্তুতি নিতে শুরু করবেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement