Holi 2025

দোলের আগেই আবিরে রাঙা মিঠুন, রাজি করানো কি সহজ? ‘রঙের কথা শুনে দাদা অবাক’, বললেন পরিচালক

আসন্ন ছবির প্রচারে দোল খেললেন মিঠুন চক্রবর্তী। তাঁর জন্য ছবির ইউনিটের তরফে ভেষজ আবিরের আয়োজন করা হয়েছিল।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ মার্চ ২০২৫ ২০:৪০
Share:

রোশনি এবং অঞ্জনার সঙ্গে দোল খেললেন মিঠুন। ছবি: সংগৃহীত।

দোলের আগেই রং খেললেন মিঠুন চক্রবর্তী। এই মুহূর্তে তাঁর রিয়্যালিটি শোয়ের শুটিংয়ের জন্য শহরে রয়েছেন মিঠুন। পাশাপাশি শুরু হচ্ছে তাঁর অভিনীত নতুন বাংলা ছবি ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’র প্রচার। ছবির কলাকুশলীদের সঙ্গে দোলের উদ্‌যাপনে মাতলেন ‘মহাগুরু’।

Advertisement

কলকাতায় এলে রাজারহাটের একটি বিলাসবহুল হোটেলে থাকেন মিঠুন। অভিনেতার সঙ্গে রং খেলতে মিঠুনের হোটেলের ঘরেই পৌঁছে গিয়েছিলেন ‘শ্রীমান ভার্সেস শ্রীমতী’ ছবির দুই অভিনেত্রী অঞ্জনা বসু এবং রোশনি ভট্টাচার্য। সঙ্গে ছিলেন ছবির পরিচালক পথিকৃৎ বসু। কলাকুশলীদের যে ছবি এবং ভিডিয়ো প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা যাচ্ছে, মিঠুন হাসিমুখে গালে আবির মাখছেন এবং অন্যদেরও রং মাখিয়ে দিচ্ছেন।

নতুন ছবিটি বিবাহবিচ্ছেদের বিরুদ্ধে বার্তা দেবে বলে জানিয়েছেন নির্মাতারা। মিঠুনের সঙ্গে দোল খেলার পরিকল্পনা কেন? আনন্দবাজার ডট কমকে পথিকৃৎ বললেন, ‘‘ভালবাসার রং তো কোনও দিন মরে যায় না। আমার ছবির কেন্দ্রে রয়েছেন মিঠুনদা। তাই তাঁর সঙ্গে দোল খেলেই আমরা ছবির প্রচার শুরু করতে চেয়েছিলাম।’’

Advertisement

এর আগে পথিকৃৎ পরিচালিত ‘শাস্ত্রী’ ছবিতে মিঠুনকে দেখেছে দর্শক। দ্বিতীয় ছবির শুটিং করতে গিয়ে অভিনেতা-পরিচালকের সম্পর্ক আরও পোক্ত হয়েছে বলেই মনে করেন পথিকৃৎ। তাই আপাত গম্ভীর স্বভাবের মিঠুনও পরিচালকের অনুরোধে হাসিমুখে ছবির অভিনেতাদের সঙ্গে রং খেলতে রাজি হয়ে যান। পথিকৃৎ বললেন, ‘‘দাদা আমাকে অত্যন্ত স্নেহ করেন। প্রথমে রং শুনে একটু অবাক হয়েছিলেন। কিন্তু ভেষজ আবির জেনে দাদা আর কোনও আপত্তি করেননি।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement