Rituparna Sengupta

ক্যানসার আক্রান্ত শিশুদের পাশে ঋতুপর্ণা, অনুষ্ঠানের নেপথ্য ভাবনা জানালেন অভিনেত্রী

অল্প বয়সে শিশুদের এই লড়াই ঋতুপর্ণার মন ভরাক্রান্ত করে। তাই নিজের মতো করেই তাদের লড়াইয়ে শামিল হওয়ার অঙ্গীকার করেছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:০২
Share:

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: আনন্দবাজার আর্কাইভ।

ছোট্ট শরীরে ক্যানসারের থাবা বসলে জীবনের পথচলা আর মসৃণ থাকে না। তবুও ঘুরে দাঁড়াতে হয়। ক্যানসারকে বুড়ো আঙুল দেখিয়ে এগিয়ে চলেছে অগণিত শিশু। এ রকম শিশুদের জন্য দীর্ঘ দিন কাজ করছে সেচ্ছাসেবী সংস্থা ‘লাইফ বিয়ন্ড ক্যানসার’। গত কয়েক বছর ধরেই তাদের সঙ্গে যুক্ত হয়েছেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সংস্থার উদ্যোগে অনুষ্ঠিত হবে ‘দ্য লাইভ অ্যাক্ট-সিজ়ন ফাইভ’। নেপথ্য ভাবনা ভাগ করে নিলেন ঋতুপর্ণা।

Advertisement

ঋতুপর্ণা বলছিলেন, ‘‘বাচ্চাদের ক্যানসারের চিকিৎসা খরচসাপেক্ষ। শুরুতে প্রয়োজনীয় অর্থ জোগাড় করা গেলেও ধারাবাহিক ভাবে চিকিৎসা চালিয়ে যাওয়া কঠিন হয়। সেখানে ওদের পাশে দাঁড়িয়ে আমি কয়েক বছর ধরে আমার মতো করে চেষ্টা করছি।’’ এই ভাবনা থেকেই প্রতি বছর অনুষ্ঠান করে সংস্থা। সেখান থেকে সংগৃহীত অর্থের সবটাই দান করা হয় ক্যানসার আক্রান্ত শিশুদের চিকিৎসা তহবিলে।

আগামী ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রবীন্দ্রসদনে বিশেষ অনুষ্ঠানে থাকছে একাধিক চমক। সঙ্গীত পরিবেশন করবেন অনীক ধর এবং আরমান খান। অভিনেত্রী দেবলীনা দত্ত এবং ঋতুপর্ণা ক্যানসারজয়ী শিশুদের সঙ্গে বিশেষ নৃত্য পরিবেশন করবেন। পাশাপাশি অনুষ্ঠানে ক্যানসারজয়ী শিশুদের সম্মান জানানো হবে। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে থাকছেন চৈতি ঘোষাল এবং সুজয়প্রসাদ চট্টোপাধ্যায়।

Advertisement

অল্প বয়সে শিশুদের এই লড়াই ঋতুপর্ণার মন ভরাক্রান্ত করে। তাই নিজের মতো করেই তাদের লড়াইয়ে শামিল হওয়ার অঙ্গীকার করেছেন অভিনেত্রী। ঋতুপর্ণা বললেন, ‘‘পার্থদা (পার্থ সরকার) দীর্ঘ দিন ধরে এই সংস্থার অধীনে বাচ্চাদের জন্য ভাল কাজ করছেন। এর আগেও আমাদের অনুষ্ঠানে ঊষা উত্থুপ, কৌশিকী চক্রবর্তী, সৌরেন্দ্র-সৌম্যজিৎ পারফর্ম করেছেন। সময়ের সঙ্গে বিভিন্ন সরকারি হাসপাতাল এই শিশুদের চিকিৎসার জন্য জায়গা করে দিয়েছে। আগামী দিনে আমরা আরও ভাল কাজ করার চেষ্টা করব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement