Satakshi Nandy

‘গায়ে পড়া বন্ধুত্ব না করায় কাজের ডাক আসেনি’, অবাঞ্ছিত অভিজ্ঞতা জানালেন ‘বিরহী’ খ্যাত শতাক্ষী

বিভিন্ন বাধা পেরিয়ে ঘটনার রহস্যভেদ করতে গিয়ে নিজেই ঘুঁটিতে পরিণত হয় শতাক্ষীর চরিত্রটি। এই প্রসঙ্গে বাস্তব জীবনে অর্থাৎ অভিনয় জগতে আসা বাধার কথা বলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ জুন ২০২৫ ১৮:০০
Share:

অভিনয়ের সফর নিয়ে কী বললেন শতাক্ষী? ছবি: সংগৃহীত।

অভিনয়ের ক্ষেত্রে বাহ্যিক সৌন্দর্য, চেহারার গড়ন কতটা গুরুত্বপূর্ণ— এ নিয়ে দীর্ঘ দিন নানা মহলে নানা আলোচনা হয়ে থাকে। বিশেষ করে অভিনেত্রীদের কর্মজীবনে চেহারা বাধা হয়ে দাঁড়ায় অনেক সময়ই। এমন বাধা এসেছে শতাক্ষী নন্দীর জীবনেও।

Advertisement

‘বিরহী’ ওয়েব সিরিজ়ে রাধার চরিত্রে অভিনয় করে নজর কেড়েছিলেন তিনি। অভিনয়ের জন্য প্রশংসাও পেয়েছিলেন। কিন্তু নায়িকা হওয়ার জন্য কি আদৌ উপযুক্ত তিনি? এই প্রশ্নের মুখে পড়তে হয়েছে বার বার। আনন্দবাজার ডট কমের সঙ্গে সেই নিয়েই আলোচনা করলেন শতাক্ষী।

সম্প্রতি ‘কাল্পনিক’ নামে একটি ছবিতে অভিনয় করেছেন শতাক্ষী। ছবিতে এক সাংবাদিকের চরিত্রে অভিনয় করছেন তিনি। বিভিন্ন বাধা পেরিয়ে ঘটনার রহস্যভেদ করতে গিয়ে নিজেই ঘুঁটিতে পরিণত হয় শতাক্ষীর চরিত্রটি। এই প্রসঙ্গে বাস্তব জীবনে, অভিনয় জগতে আসা বাধার কথা বলেন অভিনেত্রী।

Advertisement

শতাক্ষী বলেন, “আমার অভিনয় ও কাজ নিয়ে কোনও দিন কেউ দ্বিধা প্রকাশ করেনি। এই ছবিতে কাজ করার জন্য আমাকে মোটরবাইক চালানো পর্যন্ত শিখতে হয়েছে। তবে বিভিন্ন জায়গায় আমাকে শুনতে হয়েছে, আমি নায়িকা হওয়ার মতো মুখ নই। অভিনয় দক্ষতা থাকলেও, চেহারার জন্য নায়িকা হতে পারব না।”

শুধুই চেহারা নয়। কিছু ক্ষেত্রে সকলের সঙ্গে কেমন সম্পর্ক, ভাল কাজ পাওয়ার ক্ষেত্রে সেটাও নির্ধারক হয়ে ওঠে। শতাক্ষী বলেন, “চেহারার জন্য তো বটেই। তার সঙ্গে আরও কিছু বিষয় রয়েছে। আমি কি সকলের সঙ্গে ঠিক ভাবে মিশতে পারছি? আমার জনসংযোগ কেমন? এই বিষয়গুলিও কাজ পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। আমি অভিনয় পারি কি না, সেটাই একমাত্র নির্ধারক নয়। এটা বুঝেছি।”

সাংবাদিকের চরিত্রে শতাক্ষী। ছবি: সংগৃহীত।

নাটকের মঞ্চ থেকে অভিনয়ের সফর শুরু হয়েছে শতাক্ষীর। এখন রুপোলি পর্দায়ও তিনি পরিচিত। কখনও অবাঞ্ছিত ও আপত্তিকর প্রস্তাবের মুখোমুখি হয়েছেন কি না, তা নিয়েও কথা বলেন তিনি। শতাক্ষী বলেছেন, “সরাসরি আমাকে কোনও খারাপ প্রস্তাব পেতে হয়নি। কিন্তু এমন অনেককেই চিনি যাঁদের অনবরত এই ধরনের প্রস্তাবের মুখোমুখি হতে হয়। আসলে আমি কাজের বাইরে গিয়ে আলাদা করে বন্ধুত্ব করতে পারি না। এই জন্য বহু কাজে আর ডাক আসেনি। নাটক হোক বা ছবি, কাজের বাইরে বন্ধুত্ব তৈরি হলে, অনেকেই সেটার সুযোগ নেয়। আমি কাজ শেষ করে সোজা বাড়ি আসছি। গায়ে পড়া বন্ধুত্ব করতে পারি না বলে আর কাজের ডাক আসেনি।”

তবে কাজের ক্ষেত্রেও সুস্থ স্বাভাবিক পরিচিতিতে বিশ্বাস করেন শতাক্ষী। তাঁর কথায়, “আমি সামাজিক। সকলের সঙ্গে মিশতে পারি। কিন্তু কার সঙ্গে মিশব, সেটা বুঝে শুনেই সিদ্ধান্ত নিই।” উল্লেখ্য, অর্ক মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে শতাক্ষী ছাড়াও অভিনয় করেছেন রজতাভ দত্ত, শাহিদুর রহমান, সায়ন ঘোষ। ছবিতে পুরুলিয়ারও বেশ কয়েকজন অভিনেতা কাজ করেছেন।

উল্লেখ্য, প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি ‘নধরের ভেলা’, ত্বন্বী চৌধুরীর ‘প্রকৃতি’ এবং পরিচালক কৃষ্ণেন্দু ষান্নিগ্রাহীর একটি ছবিতেও অভিনয় করেছেন শতাক্ষী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement