Maha Kumbh 2025

শেষ লগ্নে মহাকুম্ভে টলিপাড়ার ভিড়! অরিন্দম, সুদীপ্তার পুণ্যস্নানের অভিজ্ঞতা কী রকম?

কুম্ভমেলায় টলিপাড়ার সদস্যদের ভিড় অব্যাহত। এ বার ত্রিবেণি সঙ্গমে পুণ্যস্নান করলেন পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২৫ ১৮:২৬
Share:

(বাঁ দিকে) অরিন্দমের সঙ্গে তাঁর স্ত্রী শুক্লা। সৌম্যের সঙ্গে সুদীপ্তা (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

প্রয়াগরাজে ভিড় এখনও কমেনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেখানে হাজির হচ্ছেন তারকারা। টলিপাড়াও পিছিয়ে নেই। এ বার কুম্ভমেলায় পুণ্যস্নান সারলেন পরিচালক অরিন্দম শীল এবং অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

সোমবার প্রয়াগরাজে পৌঁছেছেন সস্ত্রীক অরিন্দম শীল। ত্রিবেণি সঙ্গমে স্নান করেছেন তিনি। একের পর এক দুর্ঘটনার পর কুম্ভমেলা এখন চর্চায় রয়েছে। সেখানে অরিন্দম জানালেন, তিনি কোনও অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হননি। আনন্দবাজার অনলাইনকে অরিন্দম বললেন, ‘‘ভিড় থাকাটা স্বাভাবিক। এখানে এখন জনজোয়ার। কিন্তু সরকারি আধিকারিকেরা কোনও রকম ত্রুটি রাখছেন না। সারা দিন মাইকে ঘোষণা করা হচ্ছে। প্রশাসন সারা ক্ষণ দায়িত্ব পালন করছে।’’ অরিন্দম জানালেন, কুম্ভের পর তিনি অযোধ্যায় রামলালা দর্শনে যাবেন। পরিচালক আগামী ২১ ফেব্রুয়ারি কলকাতায় ফিরবেন।

অন্য দিকে কুম্ভে পুণ্যস্নান করে সমাজমাধ্যমে ছবি ভাগ করে নিয়েছেন অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন স্বামী সৌম্য বক্সী। গেরুয়া এবং সাদা পোশাকে দেখা গিয়েছে দম্পতিকে। ছবি ভাগ করে নিয়ে সুদীপ্তা লিখেছেন, ‘‘সৌভাগ্য, আমি মহাকুম্ভ মেলায় উপস্থিত থাকতে পেরেছি।’’ তিনি আরও লেখেন, ‘‘ত্রিবেণি সঙ্গমে পবিত্র ডুব দেওয়ার পর এই ধর্মীয় তীর্থক্ষেত্রের মাহাত্ম্য আরও বেশি করে উপলব্ধি করেছি।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement