Shanta Pal

বাংলাদেশি মডেল শান্তাকে হোটেলে ডেকেছিলেন রাজীব বিশ্বাস! সত্য প্রকাশ করলেন পরিচালক স্বয়ং

শান্তা নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এ যোগ দিয়েছিলেন। টলিপাড়ার অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ অগস্ট ২০২৫ ১২:৫৩
Share:

সত্যিই কি শান্তার সঙ্গে যোগাযোগ হয়েছিল রাজীবের?

বাংলাদেশি সন্দেহে গ্রেফতার হওয়া মডেল শান্তা পালকে নিয়ে বিতর্ক তুঙ্গে। গত ২৮ জুলাই বিক্রমগড়ের একটি ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় তাঁকে। তার পর থেকে বিস্তর জলঘোলা হয়েছে। এই মডেল নাকি ‘মিস ইউনিভার্স বাংলাদেশ ২০২১’-এ যোগ দিয়েছিলেন। টলিপাড়ার অনেকের সঙ্গেই যোগাযোগ ছিল তাঁর। শান্তা অভিযোগ জানিয়েছিলেন, পরিচালক রাজীব কুমার বিশ্বাস তাঁকে কু-প্রস্তাব দিয়েছিলেন। হোটেলে দেখা করতে বলেছিলেন পরিচালক। সত্যিই কি তাই? এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে যোগাযোগ করা হয়েছিল পরিচালকের সঙ্গে। তিনি সদ্য কৃষ্ণনগর থেকে ফিরেছেন। মা-বাবা অসুস্থ।

Advertisement

রাজীব বললেন, “আমিও শুনেছি। শান্তা নামের এক মহিলা বলেছেন আমি নাকি হোটেলে ডেকেছি। কিন্তু এই ভদ্রমহিলাকে আমি চিনিই না। কারণ, ২০২২ সালে প্রথম বাংলাদেশে কাজ করতে গিয়েছি আমি। আর ওঁর দাবি ২০১৯-এ আমি ছবিতে অভিনয়ে সুযোগ করে দেওয়ার কথা বলেছি।” সমাজমাধ্যমের পাতায় পরিচালকের নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে। তা নিয়ে আগেও সমস্যা হয়েছিল বলে দাবি করেন রাজীব।

পরিচালক বলেন, “এটা বড় সমস্যা। আমার নামে অনেক ভুয়ো প্রোফাইল রয়েছে সমাজমাধ্যমের পাতায়। যে কারণে অনেকেই ভেবে বসেন আমার সঙ্গে কথা বলছেন। কী করে যে কেউ ভুল ফাঁদে পা দিয়ে ফেলে সেটাই বুঝতে পারি না।” বাংলাদেশে বেশ কিছু ছবি তৈরির কথা চলছে রাজীবের। কলকাতাতেও আবার সেই পুরনো দিনের মশলাদার বাণিজ্যিক ছবি তৈরির ইচ্ছা রয়েছে পরিচালকের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement