Ritwik Ghatak

ঋত্বিক ঘটকের কারণেই নিজের নাম বদল করেন বিধু বিনোদ চোপড়া! নেপথ্যে রয়েছে কোন কারণ?

প্রকৃত নাম বিনোদ কুমার চোপড়া। পরিচালকের এ হেন নাম শুনেই কেন নাকচ করে দেন ঋত্বিক ঘটক?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৩ মার্চ ২০২৫ ১৫:৫১
Share:

ঋত্বিকের কথাতেই বিধু বিনোদের নাম বদল। ছবি: সংগৃহীত।

বলিউড তারকারা হামেশাই তাঁদের নাম বদল করে থাকেন। রুপোলি দুনিয়া পা রাখার আগে ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নাম রাখা যেন খানিক দস্তুর বটে। দিলীপ কুমার থেকে অক্ষয় কুমার কিংবা বর্তমান প্রজন্মের জনপ্রিয় নায়িকা কিয়ারা আডবাণী— পর্দায় প্রভাব আরও বেশি জোরালো করতে নাম বদলেছেন অনেকেই। ঠিক তেমনই করেছিলেন ‘টুয়েলফথ ফেল’ পরিচালক বিধু বিনোদ চোপড়া। তাও আবার কিংবদন্তী পরিচালক ঋত্বিক ঘটকের কথায়।

Advertisement

বিধু বিনোদ চোপড়ার প্রকৃত নাম বিনোদ কুমার চোপড়া। তাঁর নাম শুনেই নাকচ করে দেন ঋত্বিক ঘটক। ‘বিনোদ কুমার চোপড়া’ নাম নিয়ে তাঁর খ্যাতনামী হওয়াটা বেশ কঠিন কাজ হতে চলেছে বলেই সর্তক করেন ঋত্বিক। আসলে বিধু বিনোদ চোপড়ার শিক্ষক ছিলেন এই কিংবদন্তি পরিচালক। তাঁর কথায়, ‘‘ঋত্বিক ঘটকের সঙ্গে আমার দেখা ‘ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউশন অফ ইন্ডিয়া’য়। সেখানে শিক্ষক হয়ে আসেন ঋত্বিক। আমার নাম জিজ্ঞেস করেন। আমি বলি আমার নাম বিনোদ কুমার চোপড়া।” এর পর বিনোদ জীবনে কী হতে চান জিজ্ঞেস করেন ঋত্বিক। উত্তরে বিনোদ জানান, পরিচালক হতে চান। পরিচালকের কথায়, “ঋত্বিক বলেন, ‘এই নাম নিয়ে পরিচালক হবে? নাম হতে হয় ঋত্বিক ঘটক।’ তখনই আমি নাম বদলে বিধু বিনোদ চোপড়া করি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement