Entertainment News

নিরুদ্দেশের পথে লোকনাথ, কী বলছেন অভিনেতা?

বাড়ি ছেড়ে বেরিয়ে পড়াটা কেমন? অভিনেতা বলল, “এতদিন বাড়ির সবার সঙ্গে শুটিং হত। বাড়ি ছেড়ে আসার পর বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছে। কিন্তু নতুন নতুন সিন করছি... ভাল লাগছে।”  

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মার্চ ২০১৯ ১৪:০৮
Share:

ধারাবাহিকের একটি দৃশ্য।

নিরুদ্দেশের উদ্দেশে বেরিয়ে পড়েছেন ছোট্ট লোকনাথ। যাত্রাপথে নানান অভিজ্ঞতার ঝুলি পূর্ণ হচ্ছে তাঁর। নানা জটিলতা সমাধান করতে করতে দেখতে চাইছেন অজানা এক পথ। প্রতিদিনই গল্পের ভেতর নতুন নতুন মানুষের সংস্পর্শে আসছেন তিনি। সন্ন্যাস জীবনের কঠিন পরীক্ষাও দিতে হচ্ছে তাঁকে।

Advertisement

সন্ন্যাস নিয়ে নিরুদ্দেশে বেরিয়ে পড়ে কেমন লাগছে লোকনাথের? অভিনেতা অরণ্য উত্তর দিল, “ঠিক সন্ন্যাসীদের মতোই লাগে... বেরিয়ে পড়ছি গুরুদেবের সঙ্গে... গুরুদেব হারিয়ে যাচ্ছেন... তাঁকে খুঁজে বেড়াচ্ছি... কখনও আমার বন্ধু বেণী হারিয়ে যাচ্ছে... তাকেও খুঁজছি... সবাই সবাইকে খুঁজছি... খুব ভাল, এই খুঁজে বেড়ানো। কালীঘাট মন্দিরে ঢোকা, তার মধ্যে যাত্রা, গান কত কী হচ্ছে... এইসব দারুণ লাগছে।”

বাড়ি ছেড়ে বেরিয়ে পড়াটা কেমন? অভিনেতা বলল, “এতদিন বাড়ির সবার সঙ্গে শুটিং হত। বাড়ি ছেড়ে আসার পর বাড়ির সবার জন্য খুব মন খারাপ করছে। কিন্তু নতুন নতুন সিন করছি... ভাল লাগছে।”

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

সত্যি সত্যি বাড়ি থেকে বেরিয়ে পড়বে নাকি লোকনাথ? একটু থমকে গিয়ে থেমে থেমে অরণ্য বলল, “না... খুব... খারাপ...লাগবে... বাড়ির সবার জন্য মন খারাপ করবে না?” পাল্টা প্রশ্ন ছুঁড়ে দিল।

আরও পড়ুন, উভকামী এই নায়িকাকে মেনে নেয়নি পরিবার

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement