সেরা গান কোনটি, বেছে নেওয়ার পালা আপনার।
বছরভর বিভিন্ন গান মুগ্ধ করেছে দর্শকদের। বছর শেষে বেছে নিন কোনটি সেরা? জানান আমাদের।
বিসর্জন: কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালিত এই ছবিতে প্রয়াত শিল্পী কালিকাপ্রসাদের গাওয়া ‘বধূ তোর লাইগ্যা রে’ গানটি মন ভরিয়েছিল দর্শকদের। কালিকাপ্রসাদই এই ছবির মিউজিক ডিরেক্টর। গানটি শুনে নিন আরও একবার।
চ্যাম্প: রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবিতে সুপ্রতীপ ভট্টাচার্যের গাওয়া ‘তু হি হ্যায় চ্যাম্প’ পছন্দ করেছিলেন দর্শকদের একটা বড় অংশ।জিত্ গঙ্গোপাধ্যায়ের সঙ্গীত পরিচালনায় রিয়্যালিটি শো-এর প্রতিযোগী সুপ্রতীপের গান কি আপনারও পছন্দ?
পোস্ত: শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের পরিচালনায় এই ছবিতে ‘জোনাকি’ গেয়েছিলেন অনিন্দ্য চট্টোপাধ্যায়। এই গানে নস্ট্যালজিয়ার ছোঁয়া ছিল বলে মনে করেন দর্শকদের একটা বড় অংশ।
বস ২: বাবা যাদবের পরিচালিত এই ছবিতে ‘ইয়ারা মেহেরবান’ গেয়েছিলেন জোনিতা গাঁধী এবং নাকাশ আজিজ। গানটি নিয়ে সাময়িক বিতর্ক তৈরি হলেও পরে ভাল লেগেছিল অনেকের।মিউজিক ডিরেকশনের দায়িত্ব ছিল জিত্ গঙ্গোপাধ্যায়ের ওপর।
প্রজাপতি বিস্কুট: অনিন্দ্য চট্টোপাধ্যায় পরিচালিত এই ছবির ‘তোমাকে বুঝি না প্রিয়’ গানটি ঝড় তুলেছিল সোশ্যাল মিডিয়ায়। চন্দ্রাণী বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গান রেকর্ড সংখ্যক মানুষ পছন্দ করেছিলেন।
ককপিট: কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত এই ছবিতে অরিজিত্ সিংহের গাওয়া ‘খেলাশেষ’ দর্শকদের পছন্দের তালিকায় ছিল। আপনিও কি এই গানটি পছন্দ করেন?
বলো দুগ্গা মাইকি: অরিন্দম চট্টোপাধ্যায় এবং প্রস্মিতা পাল গেয়েছিলেন রাজ চক্রবর্তী পরিচালিত এই ছবির গান ‘হতে পারে না’। অনেকেরই কলারটিউনে বেজেছিল সেই গান।অরিন্দম চট্টোপাধ্যায় সামলেছিলেন এই ছবির গানঘর।