অভিনেতা দিলজিৎকে নিয়ে কী বললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান? ছবি: সংগৃহীত।
নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতার, সানি দেওল-সহ অনেকেই দিলজিৎ দোসাঞ্জকে সমর্থন জানিয়েছেন। সাংস্কৃতিক ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে সৌহার্দ্য বজায় রাখার চেষ্টাকে স্বাগত জানিয়েছেন তাঁরা। তাতে কী? বলিউডের সিংহভাগই যে তাঁর ঘোর বিরোধী! যদিও পহেলগাঁও কাণ্ডের আগেই ‘সর্দারজি ৩’ ছবিতে পাক নায়িকা হানিয়া আমিরের সঙ্গে কাজ করেছিলেন দিলজিৎ, তবু তাঁর উপরে খড়্গহস্ত ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ়। আগামী কোনও হিন্দি ছবিতে দিলজিৎকে যাতে কাজ করতে না দেওয়া হয়, এমন দাবিও করেছে তারা। এ বার দিলজিতের হয়ে মুখ খুললেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। তিনি কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করে সোজা জানিয়ে দিলেন, ‘‘এই খেলাটা খেলবেন না।’’
মুখ্যমন্ত্রী দিলজিতের পক্ষ নিয়ে বলেন, ‘‘ছবিটা পহেলগাঁও সন্ত্রাসবাদী হামলার আগেই শুট করা। এটা দেখে অবাক লাগে, আপনারা আমাদের দেশাত্মবোধের শংসাপত্র দিচ্ছেন! আর ভারত ও পাকিস্তানে একই ধরনের সংস্কৃতি, একই ধরনের ভাষা। তাঁরাও পঞ্জাবি ভাষায় কথা বলেন। তার পরেও আপনারা ওর ছবির মুক্তি ঘটাতে দিলেন না! কখনও গদ্দার বলছেন, কখনও আবার সর্দার বলছেন। এ সব নোংরা খেলা খেলবেন না।’’