Bharti Singh

গোল্লায় যাচ্ছিল নাকি ছেলে গোলা! তাই পুড়িয়ে ফেলেন লাবুবু! ফের সেই পুতুল আনলেন কেন ভারতী?

লাবুবুর প্রভাবে নাকি বাড়িতে অলৌকিক সব কাণ্ড ঘটছিল! যার জেরে পুতুলটিকে ক্যামেরার সামনেই পুড়িয়ে ফেলেছিলেন ভারতী সিংহ। তবে কয়েক দিন যেতেই ফের একটি লাবুবু পুতুল নিয়ে এসেছেন কৌতুকশিল্পী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৩ অগস্ট ২০২৫ ১৯:৪০
Share:

ফের বাড়িতে লাবুবু নিয়ে এলেন ভারতী। ছবি: সংগৃহীত।

ছেলের মধ্যে অদ্ভুত আচরণ দেখে পুড়িয়ে ফেলেছিলেন আস্ত একটি লাবুবু পুতুল। সেই পুতুলের প্রভাবে নাকি বাড়িতে অলৌকিক সব কাণ্ড ঘটছিল। যার জেরে পুতুলটিকে ক্যামেরার সামনেই পুড়িয়ে ফেলেছিলেন ভারতী সিংহ। তবে কয়েকদিন যেতেই ফের একটি লাবুবু পুতুল নিয়ে এসেছেন কৌতুকশিল্পী। কিন্তু কেন?

Advertisement

নতুন লাবুবু পুতুলটিও নাকি মাটির তলায় পুঁতে ফেলবেন ভারতী! ঘটনাটি ঠিক কী? পুত্র গোলার জন্য প্রথম লাবুবু পুতুলটি কিনে এনেছিলেন ভারতীর স্বামী অর্থাৎ হর্ষ লিম্বাচিয়া। তার পর থেকেই বাচ্চাটির মধ্যে নানা বদল আসতে থাকে। ভারতী এক ভিডিয়োয় দাবি করে বলেছেন, “যে দিন থেকে এই লাবুবু এসেছে, সেই দিন থেকে গোলা খুব বেশি দুষ্টু হয়ে গিয়েছে।” গোলা প্রায়ই নাকি অকারণে চিৎকার করে এবং জিনিসপত্র ছুড়ে ছুড়ে ফেলে। কোনও কথাই নাকি সে আর শোনে না। এক রকম গোল্লায় যাচ্ছিল ছেলে গোলা! প্রথম দিকে বিষয়টিকে তেমন গুরুত্ব দেননি ভারতী। কিন্তু ক্রমশ বুঝতে পারেন, কিছু সমস্যা তৈরি করছে এই লাবুবু পুতুল। তাই ক্যামেরার সামনে এসেই এই পুতুল পুড়িয়ে দেন কৌতুকশিল্পী।

লোনাভালা থেকে ১০০ কিলোমিটার দূরে মাটির তলায় নতুন লাবুবুটিকে পুঁতে ফেলবেন বলে ঠিক করেছেন ভারতী। সম্প্রতি রাজ কুন্দ্রার একটি সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ভারতী ও তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। সেখানেই উপহারস্বরূপ ভারতীর হাতে একটি লাবুবু পুতুল তুলে দেন রাজ। সেই পুতুলটি বাড়ি নিয়ে আসেন ভারতী। কিন্তু তিনি স্থির করে ফেলেছেন, এই পুতুল বাড়িতে রাখা যাবে না। অনেক দূরে গিয়ে মাটির তলায় পুঁতে ফেলবেন।

Advertisement

রাজের সেই সাক্ষাৎকারে ভারতী বলেন, “এই জিনিসটা আমার পিছু ছাড়ছেই না।” তখন রাজ বলেন, “এটা খুবই দামি এবং অন্য পুতুলগুলোর চেয়ে অনেকটাই আলাদা।”

কিন্তু রাজের কথায় আস্বস্ত হননি ভারতী। তিনি বলেন, “এই পুতুলটা আমাকে দিয়ে মোটেই ঠিক করেননি আপনি। এত দামি জিনিস আমি পুড়িয়েও ফেলতে পারব না। কিন্তু এটা আমি লোনাভালা থেকে অনেক দূরে কোথাও গিয়ে পুঁতে আসব।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement