(বাঁ দিক থেকে) ভাবনা পাণ্ডে, চাঙ্কি পান্ডে, অনন্যা পাণ্ডে। ছবি: সংগৃহীত।
২০১৯ সালে কর্ণ জোহরের হাত ধরে ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’ ছবি দিয়ে বলিউডে পা রাখেন চাঙ্কি পাণ্ডের মেয়ে অনন্যা।
কিন্তু সে ছবিতে তাঁর অভিনয় নিয়ে বিস্তর সমালোচনা হয়। উঠে আসে অভিনয়ের সুযোগ নিয়ে পক্ষপাতের প্রসঙ্গও। বলিউডের তারকাসন্তান হিসাবে ছবির জগতে পা রাখলেই যে সাফল্য পাওয়া যায় না, তাও এক প্রকার প্রমাণ করেছেন অনন্যা। একের পর এক ছবিতে এসেছে ব্যর্থতা। কিন্তু সম্প্রতি নিজের অভিনয় দক্ষতা অনেকখানি বাড়িয়ে নিয়েছেন অভিনেত্রী। ‘খো গয়ে হম কহাঁ’, ‘কল মি বে’ বা ‘কন্ট্রোল’-এর মতো ছবিতে তাঁর অভিনয় নজর কেড়েছে দর্শকের। একই সঙ্গে তিনি আলোচনায় উঠে এসেছেন আদিত্য রয় কপূরের সঙ্গে তাঁর দূরত্ব এবং ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে নৈকট্যের কারণে। যদিও কেরিয়ারের শুরুর দিকে তাঁর সঙ্গে ঈশান খট্টরের নাম জড়িয়েছিল। এ হেন অনন্যা কি সত্যিই মনের মানুষ খুঁজে পেলেন!
সম্প্রতি এক সাক্ষাৎকারে অনন্যা জানিয়ে দিলেন, “আজ থেকে পাঁচ বছর পরে আমি নিজেকে বিবাহিত দেখতে চাই। একটি সুখী সংসার, সন্তানের পরিকল্পনা আর অনেকগুলি পোষ্য সারমেয়।” এ বার টেলিভিশনে একটি রিয়্যালিটি অনুষ্ঠানে গিয়ে অনন্যার মা তাঁর ও চাঙ্কি পাণ্ডের বিয়ের দিনগুলির স্মৃতি রোমন্থন করতে করতেই মেয়ের বিয়ে নিয়ে নিজেদের পরিকল্পনার কথা বলে ফেলেন। ভাবনা বলেন, ‘‘আমি চাই অনন্যার বিয়েতে মাটনের বাহারি পদ, রসুনের আচার, ভারতীয় কায়দায় তৈরি তিরামিশু থাকুক (ইতালীয় মিষ্টি), এছাড়াও বেগুনি পরোটা।’’
অনন্যার মা জানান, পাণ্ডে পরিবার নাকি খুব খাদ্যরসিক। সেই কারণে মেয়ের বিয়েতে বাহারি সব পদের বন্দোবস্ত রাখতে চান।