টিভির জন্য সুখবর

কিছু দিন আগে ‘বিগ ব্যং থিয়োরি’র অন্যতম প্রধান চরিত্র শেলডনকে নিয়ে স্পিন-অফ ‘ইয়াং শেলডন’ আসার খবরে এমনিতেই খুশির আবহ ছড়িয়ে গিয়েছিল ফ্যানদের মধ্যে। এবার বাড়তি পাওনা আরও দু’টো সিরিজ।

Advertisement
শেষ আপডেট: ২২ মার্চ ২০১৭ ০০:২৬
Share:

কিছু দিন আগে ‘বিগ ব্যং থিয়োরি’র অন্যতম প্রধান চরিত্র শেলডনকে নিয়ে স্পিন-অফ ‘ইয়াং শেলডন’ আসার খবরে এমনিতেই খুশির আবহ ছড়িয়ে গিয়েছিল ফ্যানদের মধ্যে। এবার বাড়তি পাওনা আরও দু’টো সিরিজ। দু’টো সিরিজের জন্য রিনিউ করা হল এই টেলিভিশন শো। চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে, পুরনো সব চরিত্রই থাকছে নতুন সিজনে। এদিকে নেটফ্লিক্সও তাদের ‘মাস্টার অব নান’ শোয়ের দ্বিতীয় সিরিজ ঘোষণা করল। ভারতীয় বংশোদ্ভূত আজিজ আনসারির এই টিভি সিরিজ দেখা যাবে মে মাস থেকে। ভারত থেকে আসা এক স্ট্রাগলিং অভিনেতা হলিউডে বড় ব্রেক পেতে চায়। সেকেন্ড সিজনে দেখা যাবে ইতালিতে সে কতটা সফল হল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement