Shilpa Shinde

‘বিগ বস’ বিজয়ী শিল্পা শিন্ডে কংগ্রেসে যোগ দিলেন

বুধবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন শিল্পা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০১৯ ১৯:১৮
Share:

শিল্পা শিন্ডে। ছবি: টুইটার থেকে সংগৃহীত।

গ্ল্যামার দুনিয়া থেকে সটান রাজনীতির ময়দানে। বিগ বসের পর নয়া ইনিংস শুরু অভিনেত্রী শিল্পা শিন্ডের। আসন্ন লোকসভা নির্বাচনের আগে কংগ্রেসে যোগ দিলেন তিনি। আর দলের সদস্যপদ গ্রহণ করেই জানিয়ে দিলেন, রাহুল গাঁধীকে পরবর্তী প্রধানমন্ত্রী দেখতে চান তিনি।

Advertisement

বুধবার মুম্বইয়ে একটি অনুষ্ঠানে কংগ্রেসের সদস্যপদ গ্রহণ করেন শিল্পা। সেখানে তাঁকে দলে স্বাগত জানান মহারাষ্ট্রে কংগ্রেসের প্রধান সঞ্জয় নিরুপম। কংগ্রেস নেতা চরণ সিংহ সাপরাও হাজির ছিলেন ওই অনুষ্ঠানে। আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মুম্বই থেকে শিল্পা দাঁড়াতে পারেন বলে দলীয় সূত্রে খবর। তবে এ নিয়ে মুখ খোলেননি টিভি সিরিয়ালের এই জনপ্রিয় অভিনেত্রী।

বেছে বেছে কংগ্রেসেই কেন যোগ দিলেন? তা জানতে চাইলে সংবাদ মাধ্যমকে শিল্পা জানান, “আমার মনে হয় কংগ্রেসই একমাত্র দল, যারা দেশে পরিবর্তন আনতে পারে।” রাহুল গাঁধীকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চান বলেও মন্তব্য করেন তিনি।

Advertisement

শিল্পাকে দলে স্বাগত জানালেন সঞ্জয় নিরুপম।

আরও পড়ুন: হেমন্ত-আরতি থেকে ইমন-লোপা, এ বঙ্গে শিল্পী হেনস্থার রঙ্গ বহমান​

আরও পড়ুন: অভিনেতা পাপ্পু পলিয়েস্টারের জীবনাবসান​

১৯৯৯ সালে টিভি সিরিয়ালের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ শিল্পা শিন্ডের। ঘরে ঘরে পরিচিতি পান ‘ভাবি জি ঘর পর হ্যায়’ সিরিয়ালের মাধ্যমে। তবে জনপ্রিয়তার শিখরে পৌঁছন বিগ বস-১১-র প্রতিযোগী হিসাবে। শো চলাকালীন সলমন খানের প্রিয়পাত্রী হয়ে ওঠেন তিনি। দর্শকদের ভোটে শেষ পর্যন্ত বিজয়ীও হন। পরাজিত করেন আর এক জনপ্রিয় টেলি তারকা হিনা খানকে।

টিভি সিরিয়ালের পাশাপাশি তেলুগু ছবিতেও অভিনয় করেছেন শিল্পা। আইটেম গার্ল হিসাবে দেখা দিয়েছেন হিন্দি ছবি ‘পটেল কি পঞ্জাবি শাদি’তেও। সলমন খানের প্রেমিকা ইউলিয়া ভান্তুরের ডেবিউ ছবিতেও খুব শীঘ্র দেখা যাবে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement