প্রয়াত হলেন অভিনেতা পাপ্পু পলিয়েস্টার। ফিল্মি দুনিয়ার এই নামেই পরিচিত হলেও শিল্পীর আসল নাম সইদ-বদর-উল-হাসান খান বাহাদুর। আদতে লখনউয়ের বাসিন্দা এই অভিনেতার মঙ্গলবার জীবনাবসান হল মুম্বইতে।
১৯৯০-এ টেলিভিশন সিরিজ ‘দ্য সোর্ড অব টিপু সুলতান’-এ মাইসুরুর মহারাজার চরিত্রে অভিনয় করেছিলেন পাপ্পু। এই চরিত্রর জন্যই সেরা সহঅভিনেতা হিসেবে জাতীয় পুরস্কার পেয়েছিলেন তিনি। এ ছাড়াও ২০০১-এ ‘ইত্তেফাক’, ২০০৩-এ ‘ঢুন্ড: দ্য ফগ’-এর মতো ছবিতে অভিনয় করেছিলেন তিনি।
ইন্ডাস্ট্রি সূত্রে খবর, নবাব ওয়াজেদ আলি শাহের বংশধর ছিলেন পাপ্পু। গত ২৫ বছর ধরে ফিল্ম, টেলিভিশন, থিয়েটারে চুটিয়ে কাজ করেছিলেন তিনি। এমনকি বেশ কিছু বিজ্ঞাপনেও পাপ্পুর কাজ প্রশংসিত।
আরও পড়ুন, অনুষ্কার প্রোডাকশনে ফের অভিনয় করছেন পরমব্রত
শুধু অভিনয় নয়, ধ্রুপদী নৃত্যশিল্পী হিসেবেও পরিচিত ছিলেন পাপ্পু। ‘জোধা আকবর’, ‘ফির ভি দিল হ্যায় হিন্দুস্তানি’, ‘মন’, ‘ফরিস্তে’, ‘তেরে মেরে স্বপ্নে’, ‘হিরো হিন্দুস্তান’-এর মতো ছবি সমৃদ্ধ হয়েছিল পাপ্পুর অভিনয়ে। তাঁর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সিনে মহলে।
(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)