Entertainment News

নিউ ইয়ারের উইশ করতে গিয়ে চুমু, তার পর...

বর্ষবরণের রাতে জমিয়ে পার্টি করেছেন দম্পতি। ফ্যানেদের জন্য একটি ‘নিউ ইয়ার উইশ’-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০১৮ ১১:৫৮
Share:

নতুন বছরের শুভেচ্ছা জানালেন বিপাশা ও কর্ণ। ছবি: কর্ণ সিংহ গ্রোভারের ইনস্টাগ্রাম পেজের সৌজন্যে।

দু’বছর আগে এপ্রিলে বিয়ে করেছিলেন বিপাশা-কর্ণ। এখন তাঁরা বলিউডের সুখী দম্পতি। ছবি, মিউজিক ভিডিও এমনকী কন্ডোমের বিজ্ঞাপনও ইদানীং একসঙ্গেই করেন বিপাশা বসু ও কর্ণ সিংহ গ্রোভার।

Advertisement

বর্ষবরণের রাতে জমিয়ে পার্টি করেছেন দম্পতি। ফ্যানেদের জন্য একটি ‘নিউ ইয়ার উইশ’-ও পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই ভাইরাল।

কেন জানেন?

Advertisement

কারণ, নববর্ষের শুভেচ্ছা জানাতে গিয়ে কর্ণ সিংহ গ্রোভার এবং বিপাশা বসু চুমুই খেয়ে ফেলেছেন। আর তারপরেই সম্ভবত কিছুটা অস্বস্তিতে পরেছিলেন বিপাশা। ইতস্তত হয়ে অংশটি আবার বাদ দিতেও বলেছেন কর্ণকে।

বলিউড-টলিউড-টেলিউডের হিট খবর জানতে চান? সাপ্তাহিক বিনোদন সাবস্ক্রাইব করতে ক্লিক করুন

আরও পড়ুন, ‘জুম্মা চুম্মা’ গানে নাচলেন রাজকুমার, সঙ্গী কে?

আরও পড়ুন, নিউ ইয়ারে সঞ্জয়কে সারপ্রাইজ দিলেন ত্রিশলা!

যদিও কর্ণ কোনও অংশই এডিট না করে তা আপলোড করে দিয়েছেন। আর তা আপলোড হতেই ভাইরাল। একবার দেখবেন নাকি সেই ভিডিও!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement