Entertainment News

জন্মদিনে অচেনা ঋষি কপূর

১৯৫২-র আজকের দিনে জন্ম ঋষি কপূরের। বলিউডের এমন এক অভিনেতা যিনি জীবনের প্রথম অভিনয়ের জন্যই জাতীয় পুরস্কার পেয়েছিলেন। ৬৫ বছরের ঋষি আজও একই রকম ব্যস্ত।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৪ সেপ্টেম্বর ২০১৭ ১৭:০৯
Share:
০১ ০৬

‘মেরা নাম জোকার’-এ ঋষি কপূর। এই অভিনয়ের জন্যই ১৯৭০-এ পেয়েছিলেন জাতীয় পুরস্কার।

০২ ০৬

অভিনেতা সঞ্জীব কুমারের সঙ্গে একটি ছবিতে কাজ করেছিলেন ঋষি কপূর। সেই ছবিটি কোনও দিন মুক্তি পায়নি। সঞ্জীব কুমারের ৭৯তম জন্মদিনে ঋষি কপূর নিজেই টুইট করেছিলেন এই ছবিটি।

Advertisement
০৩ ০৬

‘ববি’ দেখে দেব আনন্দ তাঁকে বলেছিলেন, ঋষি কপূরের সঙ্গে কাজ করতে চান তিনি। এই ছবি নিজেই টুইট করেছিলেন বার্থ ডে বয়।

০৪ ০৬

আগামী ছবি অমিতাভ বচ্চনের সঙ্গে ‘১০২ নট আউট’। ডানদিকে সেই ছবির লুক। নিজের দুদীর্ঘ অভিনয় জীবনের জন্য এই ছবি টুইট করেছেন অভিনেতা।

০৫ ০৬

আপাতত ছুটির মুডে গ্রিক হলিডেতে কপূর রাজবংশের চিন্টুজি। বন্ধু ও পরিবারের সঙ্গে কোনও এক দ্বীপে। স্ত্রী নীতু কপূরও রয়েছেন।

০৬ ০৬

ছেলে রণবীর, মেয়ে ঋদ্ধিমা, স্ত্রী নীতু। সঙ্গে নাতনিও রয়েছে। ভরা সংসার ঋষি কপূরের।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement