salman khan

Salman Khan: সলমন সফল হলে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন বলে দাবি করেছিলেন এই পরিচালক

‘দশ কা দম’ রিয়্যালিটি শো-তে সলমন নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। ছবি মুক্তির অনেক বছর ছবির পরিচালক জে কে বিহারীর কাছে সলমন জানতে চেয়েছিলেন, কেন তাঁকে ছবিতে নিয়েছিলেন তিনি।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ অগস্ট ২০২১ ২২:০৪
Share:

সলমন খান।

৩৩ বছর আগে বলিউডে পা রেখেছিলেন সলমন খান। 'বিবি হো তো অ্যায়সি' ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেছিলেন তিনি। ছবির প্রধান চরিত্রে রেখা এবং ফারুক শেখ অভিনয় করেছিলেন। একটি পার্শ্ব চরিত্রে দেখা গিয়েছিল সলমনকে।

Advertisement

কিন্তু জানেন কি এই ছবিতে সলমনের সুযোগ পাওয়ার কথাই ছিল না?

‘দশ কা দম’ রিয়্যালিটি শো-তে সলমন নিজেই ফাঁস করেছিলেন সেই গল্প। ছবি মুক্তির অনেক বছর পরে পরিচালক জেকে বিহারীর কাছে সলমন জানতে চেয়েছিলেন, কেন তাঁকে ছবিতে নিয়েছিলেন তিনি। পরিচালক জানিয়েছিলে, সব বড় তারকারা তাঁকে ফিরিয়ে দেওয়ার পরেই সলমনের শরণাপন্ন হতে হয় তাঁকে। শুধু তাই নয়, বাধ্য হয়ে সলমনকে ছবিতে নিলেও তাঁকে ভরসা করতে পারেননি পরিচালক।

অতীতে এক সাক্ষাৎকারে ‘বিবি হো তো অ্যায়সি’-র প্রযোজক সুরেশ ভগত জানিয়েছিলেন, পরিচালক দাবি করেছিলেন সলমন কখনও বড় তারকা হলে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে দেবেন। এর পরেই সুরেশ বলেন, “সেই পরিচালক আজ সত্যিই ইন্ডাস্ট্রি ছেড়ে দিয়েছেন।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement