Javed Akhtar

‘উনি পাকিস্তানের সমর্থক!’ তালিবান নেতাকে তোপ দেগেছিলেন, এ বার পাল্টা জাভেদকে কটাক্ষ বিজেপির

মুত্তাকিকে স্বাগত জানানোয় লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে বলে লিখেছিলেন জাভেদ আখতার। সেই মন্তব্যের প্রেক্ষিতে জাভেদকে বিজেপির তরফ থেকে ‘পাকিস্তানের সমর্থক’ বলে কটাক্ষ করা হল।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২৫ ১৭:৪৭
Share:

আমির খান মুত্তাকিকে নিয়ে মন্তব্য করতেই জাভেদ আখতারকে তোপ। ছবি: সংগৃহীত।

তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকিকে অভ্যর্থনা জানানোয় ক্ষোভপ্রকাশ করেছেন জাভেদ আখতার। পরোক্ষ ভাবে ভারত সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধেই তোপ দেগেছেন তিনি। আর এ বার পদ্মশিবির পাল্টা তোপ দাগল বর্ষীয়ান গীতিকারের বিরুদ্ধে।

Advertisement

মুত্তাকিকে স্বাগত জানানোয় ‘লজ্জায় মাথা হেঁট’ হয়ে গিয়েছে বলে লিখেছিলেন জাভেদ। সেই মন্তব্যের প্রেক্ষিতে জাভেদকে বিজেপির তরফ থেকে ‘পাকিস্তানের সমর্থক’ বলে কটাক্ষ করা হল। বিজেপির মুখপাত্র নিরঞ্জন শেট্টি বলেছেন, “জাভেদ আখতারের প্রতিক্রিয়া শোনার পরে অনেকেই মনে করতে পারেন, তিনি আসলে পাকিস্তানের সমর্থক। পাকিস্তানের সন্ত্রাসবাদীরা যখন পহেলগাঁওয়ে হামলা করেছিল, তখন তো ওঁর লজ্জায় মাথা হেঁট হয়ে যায়নি।”

বিজেপি মুখপাত্র খোঁচা দিয়ে আরও বলেন, “পাকিস্তানি সমর্থক হিসেবে ওঁর খারাপ লাগা স্বাভাবিক। কারণ সম্প্রতি আফগানিস্তানের উপর পাকিস্তান হামলা করার পরে তার যোগ্য উত্তর দিয়েছে আফগানিস্তান। পাকিস্তান বিমান হামলা করেছিল আফগানিস্তানের মাটিতে। তার পরে পাকিস্তানের ২৫টি সেনাঘাঁটিকে নিশানা করে ৫৮ জন সেনাকে হত্যা করেছে আফগানিস্তান। এতে গোটা দেশের রাজনীতি বদলে গিয়েছে। রাজনীতিতে কেউ স্থায়ী বন্ধু বা শত্রু হয় না। রাজনৈতিক পরিস্থিতির হিসেবে সম্পর্ক তৈরি হয়। সেই সব দিক মাথায় রেখেই বর্তমানে আফগানিস্তান আমাদের বন্ধু। তাই ওঁদের মন্ত্রীকে আমাদের স্বাগত জানাতেই হবে। এতে ভাল-খারাপ বলে কিছু নেই।”

Advertisement

ঠিক কী বলেছিলেন জাভেদ আখতার? সমাজমাধ্যমের পোস্টে তিনি লিখেছিলেন, “লজ্জায় মাথা হেঁট হয়ে গিয়েছে আমার। বিশ্বের সবচেয়ে খারাপ সংগঠনের প্রতিনিধিকে যে অভ্যর্থনা জানানো হল, তা দেখে আমার লজ্জা লাগছে। যারা সন্ত্রাসবাদের বিরোধিতা করে, তারাই এই সংগঠনের প্রতিনিধিকে অভ্যর্থনা জানাল!”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement