(বাঁ দিকে) দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে ধর্মেন্দ্র, প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে ধর্মেন্দ্র (ডান দিকে)। —ফাইল চিত্র।
দুই বিয়ে, দুই স্ত্রী রয়েছে ধর্মেন্দ্রের। ফলে দুই সম্পর্ক ঘিরে রয়েছে দ্বন্দ্ব, জটিলতা, টানাপড়েন ও আবেগও। প্রথম স্ত্রী প্রকাশ কৌরের সঙ্গে বিবাহিত সম্পর্কে থাকাকালীনই হেমা মালিনীর প্রেমে পড়েন সেই সময়কার পয়লা নম্বর নায়ক ধর্মেন্দ্র।
বহু নারীর হৃদয় চুরি করায় সিদ্ধহস্ত ছিলেন। সেই ধর্মেন্দ্রই হেমা মালিনীর মন চুরি করে নিতেই শুরু হয় অন্য সমীকরণ। অভিনেতা নিজের ধর্ম বদলে হেমাকে বিয়ে করেন। তবে প্রথম স্ত্রীয়ের সঙ্গে সম্পর্কও ত্যাগ করেননি তিনি। দুই স্ত্রীয়ের মধ্যে কার সঙ্গে সংসার করেন ধর্মেন্দ্র? জানালেন তাঁর পুত্র ববি দেওল।
বিবাহিত অভিনেতাকে বিয়ে করার সময় কাঠগড়ায় দাঁড় করানো হয় হেমা মালিনীকে। শোনা যায়, হেমার সঙ্গে অভিনেতার বিয়ে নাকি কখনওই মেনে নেয়নি দেওল পরিবার। সেই জন্য দেওলদের কোনও অনুষ্ঠানেও কখনও দেখা যায়নি হেমা কিংবা তাঁর দুই মেয়ের কাউকেই। ধর্মেন্দ্রের প্রথম স্ত্রী প্রকাশের সংস্পর্শ এড়িয়ে চলেন হেমা। এক পুরনো সাক্ষাৎকারে প্রকাশকে নিয়ে মুখ খুলেছিলেন হেমা। তিনি জানান যে, কোনও দিনই তিনি ধর্মেন্দ্রের ‘অন্য পরিবার’-এর কাছে কোনও কিছু দাবি করেননি। দুই পরিবারের সম্পর্ক নিয়ে হেমা বলেন, ‘‘ভালোবাসায় শুধুই নিজের থেকে দিতে হয়। আমরা একে অপরকে এতটাই ভালবাসি যে, এই ছোট ছোট বিষয়গুলো নিয়ে কোনও অভিযোগ আমার নেই।’’
ববি জানান, বাবা তাঁর মা প্রকাশ ও তাঁদের চার ভাইবোনের সঙ্গেই থাকেন। হেমা মালিনীর নিজস্ব বাংলো আছে। তিনি সেখানে থাকেন। মাঝে মাঝে হেমা মালিনীর বাড়িতে গিয়ে থাকেন ধর্মেন্দ্র। সেই সময় একেবারে নিরামিশাষী হয়ে থাকতে হয় তাঁকে। কারণ মাছ-মাংসের গন্ধ সহ্য করতে পারেন না হেমা। দুই স্ত্রীয়ের সঙ্গে সখ্য বজায় রেখে শান্তিপূর্ণ সহাবস্থান বজায় রাখতে সক্ষম হয়েছেন অভিনেতা।