Dharmendra - Hema Malini

মাছ, মাংসের গন্ধ সহ্য করতে পারেন না হেমা, স্ত্রীকে খুশি করতে মাংসপ্রেমী ধর্মেন্দ্রকে কী করতে হয়?

ধর্মেন্দ্র মাংসপ্রেমী। বিয়ের পর মাংসের গন্ধ সহ্য করতে পারতেন না হেমা মালিনী। স্ত্রীর কথা ভেবে কী করেন ধর্মেন্দ্র?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৫
Share:

হেমার জন্য কোন কাজটা করেন ধর্মেন্দ্র? ছবি: সংগৃহীত।

দক্ষিণ ভারতীয় নিয়মেই বেড়ে ওঠা হেমা মালিনীর। বিয়ে হয় পঞ্জাবি ধর্মেন্দ্রের সঙ্গে। হেমা মালিনী বরাবরই নিরামিষাশী। তিনি প্রাতরাশ বা দুপুরের খাবারে ইডলি, সম্বর খেতেই অভ্যস্ত। অভিনেত্রী তাঁর দুই মেয়ে, ঈশা ও অহনাকেও এমন খাবারেই অভ্যস্ত করেছেন। যদিও ধর্মেন্দ্র মাংসপ্রেমী। বিয়ের পর মাংসের গন্ধ সহ্য করতে পারতেন না হেমা। স্ত্রীর কথা ভেবে কী করেছিলেন ধর্মেন্দ্র?

Advertisement

এক সাক্ষাৎকারে ঈশা জানান, মা হেমা যেহেতু ছোটবেলা থেকে দক্ষিণ ভারতীয় খাবার খাইয়ে ব়ড় করেছেন, সেই কারণে ঈশার দুই মেয়েও ইডলি-সম্বর ভালবাসে। ঈশার কথায়, ‘‘সপ্তাহে অন্তত তিন দিন আমাকে দুই মেয়ের জন্য ইডলি-সম্বর বানাতে হয়। আসলে মা একেবারে মাছ-মাংসের গন্ধ সহ্য করতে পারেন না। মায়ের সঙ্গে যখন থাকে, তখন বাবাও ওই খাবার খায়। মায়ের কারণে বাবা কিন্তু নিরামিষাশী হয়ে গিয়েছে।’’ ঈশা জানান, হেমা ও ধর্মেন্দ্র যখন একসঙ্গে কোথাও ঘুরতে যান, ধর্মেন্দ্রের মাংস খেতে ইচ্ছা করলে পাশের ঘরে গিয়ে খান। ঈশার কথায়, ‘‘আমার মায়ের সব সিদ্ধান্তকে বাবা ভীষণ সম্মান করেন।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement