Malaika Arora

মালাইকাকে দেখে কিশোরের বিশ্রী অঙ্গভঙ্গি! ঠিক কী হয়েছিল? এ বার জানালেন অভিনেত্রী

অতি সম্প্রতি, ১৬ বছরের এক কিশোর নাচতে নাচতে মালাইকাকে দেখে বিশ্রী অঙ্গভঙ্গি করে। ক্যামেরার সামনেই প্রতিবাদে ফেটে পড়েছিলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২২ মার্চ ২০২৫ ১১:২২
Share:

কেন প্রতিক্রিয়া জানালেন মালাইকা অরোরা? ছবি: ফেসবুক।

দিন কয়েক আগের ঘটনা। নাচের এক রিয়্যালিটি শো-তে রেমো ডি’সুজ়ার সঙ্গে বিচারকের আসনে মালাইকা অরোরা। মঞ্চে এক ১৬ বছরের কিশোর প্রতিযোগী। মালাইকাকে দেখে হঠাৎই যেন সে মাত্রাতিরিক্ত উৎসাহী। নাচতে নাচতে অভিনেত্রীর উদ্দেশ্যে চুম্বন ছোড়ে সে! চোখের ইশারা করে। ব্যস, সঙ্গে সঙ্গে প্রতিবাদে ফেটে পড়েন অভিনেত্রী। রাগের চোটে ক্যামেরার সামনে বকাবকি করতে থাকেন। সেই ভিডিয়ো ভাইরাল। সমাজমাধ্যমেও কিশোরের আচরণ নিয়ে সমালোচনা চলতে থাকে।

Advertisement

কেন সে দিন অত রেগে গিয়েছিলেন মালাইকা? শুক্রবার মুখ খুললেন তিনি।

এ দিন এক সংবাদমাধ্যমে একান্ত সাক্ষাৎকার দিচ্ছিলেন ‘হিপহপ ইন্ডিয়া’র দ্বিতীয় সিজ়নের বিচারক। তাঁর কথায়, “আমরাও নাচকে জীবন্ত করতে অভিনয় করি। উড়ন্ত চুম্বন দিই। চোখের ইশারাও করি। কিন্তু সে দিন ছেলেটি একটু বেশিই করছিল। মাত্র ১৬ বছরের এক কিশোরকে কি এই আচরণ মানায়?” তিনি আরও জানান, শুরু থেকেই কিশোরের হাবভাব অন্য রকম ছিল। শুরু থেকে শেষ পর্যন্ত সে মালাইকার চোখে চোখ রেখে নেচেছে। সঙ্গে নিন্দনীয় অঙ্গভঙ্গি। যা মালাইকাকে অস্বস্তিতে ফেলে দেয়। তাই কিশোরের পারফর্ম্যান্স শেষ হতেই তিনি তার মায়ের যোগাযোগ নম্বর জানতে চান। কিশোরের আচরণের সমালোচনা করেন।

Advertisement

সাক্ষাৎকারে অবশ্য প্রকৃত ঘটনা জানানোর পাশাপাশি প্রতিযোগীর প্রশংসাও করেন তিনি। জানান, কিশোরের নাচ নিখুঁত। সেখানে কোনও ফাঁকি নেই। সুযোগ পেলে ওই কিশোর আগামী দিনে অনেক বড় নৃত্যশিল্পী হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement