আমির খান। —ফাইল চিত্র।
ভারত-পাকিস্তানের মধ্যে বাড়ছে উত্তেজনা। দুই দেশের সম্পর্কে চাপান-উতর বৃদ্ধি পাওয়ায় ত্রস্ত উভয় দেশের নাগরিক। এই পরিস্থিতির প্রভাব পড়ছে বিভিন্ন ক্ষেত্রে। বাদ পড়েনি বিনোদন জগৎও। আগামী দিনের পরিকল্পনায় নানা বদল আনছেন ভারতীয় ছবির নির্মাতারা। এ বার বড় সিদ্ধান্ত নিলেন আমির খানও।
আমিরকে শেষ দেখা গিয়েছিল ‘লাল সিংহ চড্ডা’ ছবিতে। তবে সেই ছবি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। তার পর থেকে আর কোনও ছবিতে কাজ করেননি তিনি। অনুরাগীরা অপেক্ষা করে ছিলেন তাঁর আসন্ন ছবি ‘সিতারে জ়মিন পর’-এর মুক্তির জন্য। ৮ মে মুক্তি পাওয়ার কথা ছিল এই ছবির প্রথম ঝলক। কিন্তু ভারত-পাক পরিস্থিতির কথা মাথায় রেখে ঝলকমুক্তি পিছিয়ে দিয়েছেন আমির।
আমির খানের প্রযোজনা সংস্থা থেকে বলা হয়েছে, “সীমান্তে যা ঘটছে এবং সারা দেশ জুড়ে যে পরিস্থিতি তৈরি হয়েছে, তা দেখে আমির এই ছবির ঝলকমুক্তি পিছিয়ে দিয়েছেন। আমাদের সেনাবাহিনীতে যাঁরা লড়ছেন, তাঁদের নিয়েই আমির এখন ভাবিত। এই সময়ে ঐক্যবদ্ধ থাকা এবং সংযম রাখা জরুরি।”
প্রথমে এই ছবির ঝলক মুক্তি পাওয়ার কথা ছিল এপ্রিল মাসের শেষের দিকে। কিন্তু ২২ এপ্রিল পহেলগাঁওয়ের ঘটনার জেরে ঝলকমুক্তি পিছিয়ে দিয়েছিলেন আমির। ফের এক বার ভারত-পাক পরিস্থিতির জন্য এই বড় সিদ্ধান্ত নিলেন তিনি।
শুধু আমিরের ছবিই নয়। রাজকুমার রাও-ওয়ামিকা গব্বির ছবি ‘ভুল চুক মাফ’ নিয়েও বড় সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এই ছবি বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল। কিন্তু ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতি দেখে এই ছবি সরাসরি ওটিটি মঞ্চে মুক্তি পাচ্ছে।