আরবাজ় খানের দ্বিতীয় স্ত্রী সুরা খান অন্তঃসত্ত্বা। ছবি: সংগৃহীত।
৫৭ বছরে বাবা হচ্ছেন ফের। প্রকাশ্যে সে কথা স্বীকার না করলেও এ বার লজ্জায় লাল হয়ে গেলেন আরবাজ় খান। যেন বুঝিয়ে দিলেন, খবরের সত্যতা আছে।
গত কয়েক মাস ধরেই বাতাসে ছিল গুঞ্জন— ফের বাবা হচ্ছেন সলমন খানের ছোট ভাই। সম্প্রতি আরবাজ়ের স্ত্রী সুরা খান ছবিশিকারিদের ক্যামেরায় ধরা দেন, সমাজমাধ্যমের নজর এড়ায়নি তাঁর স্ফীতোদর। আর বুধবার রাতে রেস্তরাঁ থেকে খাওয়াদাওয়া সেরে বেরোনোর সময় সলজ্জ হেসে এক প্রকার সুখবরে সিলমোহর দিলেন স্বয়ং আরবাজ়।
এ রাতে সুরার সঙ্গে মুম্বইয়ের এক রেস্তরাঁয় গিয়েছিলেন আরবাজ়। ফেরার সময় তাঁরা মুখোমুখি হয়ে যান ছবিশিকারিদের। সুরার পরনে ছিল ফুল ছাপা খাটো পোশাক। স্ফীতোদর স্পষ্ট না হলেও তাঁর স্থূলতা চোখে পড়ছিল। এই সময় ছবিশিকারিরা আরবাজ়কে শুভেচ্ছা জানান। সরাসরি তার উত্তর না দিলেও অভিনেতার চোখেমুখে ছড়িয়ে পড়ে হালকা হাসি। সেই হাসির রেশ ফুটে ওঠে সুরার মুখেও। সেই মুহূর্তের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।
বুধবার রাতে নৈশভোজ সেরে ছবিশিকারিদের মুখোমুখি হয়ে যান দম্পতি। ছবি: সংগৃহীত।
যদিও বেশি বিরক্ত করেননি ছবিশিকারিরা। দম্পতি গাড়ির দিকে এগোতেই শোনা যায় একজন ছবিশিকারি বলছেন, “আরে যেতে দাও।” তত ক্ষণে স্ত্রীকে যত্ন করে গাড়িতে তুলে দিয়েছেন আরবাজ়। পিছন ফিরে তিনিও বলেন, “আপনারাও যেতে দিন। কোনও কোনও বিষয় বুঝতে হবে তো।” অভিনেতা একপ্রকার বুঝিয়েই দিলেন বিষয়টি নিয়ে বেশি আলোচনা তিনি চাইছেন না। কিন্তু তাঁর অভিব্যক্তিতেই ফুটে উঠেছে ইতিবাচক মনোভাব।
২০২৩ সালের ডিসেম্বরে এক ঘরোয়া অনুষ্ঠানে সুরার সঙ্গে বিয়ে হয় আরবাজ়ের। প্রথম স্ত্রী মালাইকা অরোরার সঙ্গেও রয়েছে অভিনেতার এক পুত্র, আরহান খান। এখন তাঁর বয়স প্রায় ২১ বছর। ২০১৭ সালে মালাইকার সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় আরবাজ়ের।