প্রথম বার বাংলা ছবিতে শরমন যোশী। ছবি: সংগৃহীত।
টলিপাড়ায় নতুন কাহিনি। নতুন জুটি। প্রথম বার বাংলা ছবিতে শরমন জোশী। নায়িকা সুস্মিতা চট্টোপাধ্যায়। ছবির নাম 'ভালবাসার মরসুম'। পরিচালনায় এম এন রাজ। প্রযোজনার দায়িত্বে মেহর এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স, হিমানি ফিল্মস এবং ফ্লোটিং ওয়াটার। মুম্বইয়ে এখন টালিগঞ্জের অভিনেতাদের ভিড়। তবে বাংলা ছবিতে খুব বেশি বলিউড তারকাকে দেখা যায় না৷ প্রথম বার শরমনকে বাংলা ছবিতে দেখা যাবে৷ আদ্যোপান্ত প্রেমের গল্প বুনেছেন পরিচালক।
আনন্দবাজার ডট কমকে এম এন রাজ বললেন, ‘‘এখন বড় পর্দায় বাঙালিয়ানাই তুলে ধরার চেষ্টা করছে৷ তাই আমার মনে হল এখন প্রেমের গল্প বলা দরকার। এখানে কলেজ প্রেম আছে। স্বামী-স্ত্রীর সংসার, বন্ধুত্বের গল্পও আছে।’’
নায়িকার চরিত্রে দেখা যাবে সুস্মিতা চট্টোপাধ্যায়কে। ছবি: সংগৃহীত।
এম এন রাজ পরিচালিত এই ছবিতে দেখা যাবে খাইরুল বাসারকে। ছবি: সংগৃহীত।
নতুন কাজ নিয়ে উত্তেজিত অভিনেত্রী সুস্মিতাও। বললেন, ‘‘ভাল চরিত্র। সেই সঙ্গে শরমন জোশীর সঙ্গে কাজ অবশ্যই বড় সুযোগ।’’ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে খাইরুল বাসারকে। শোনা যাচ্ছে জনপ্রিয় বাংলাদেশি নায়িকাকে দেখা যাবে এই ছবিতে৷ দার্জিলিং আর মুর্শিদাবাদ জুড়ে হবে ছবির শুটিং৷ পরিচালক জানালেন, ইতিমধ্যেই বাংলা শেখা শুরু করেছেন অভিনেতা শরমন।