Siddharth Malhotra on marriage

সন্তানের জন্যই কিয়ারাকে বিয়ে করেন সিদ্ধার্থ? তারকার মন্তব্য ঘিরে চর্চা

শুক্রবার তারকা দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোলে আসছে সন্তান। তার পর থেকেই সন্তান নিয়ে সিদ্ধার্থের পুরনো এক মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০১ মার্চ ২০২৫ ১৭:৫৮
Share:

সন্তানের জন্যই কিয়ারাকে বিয়ে করেন সিদ্ধার্থ! ছবি: সংগৃহীত।

নতুন সদস্য আসতে চলেছে সিদ্ধার্থ মলহোত্র ও কিয়ারা আডবাণীর জীবনে। শুক্রবার তারকা দম্পতি ঘোষণা করেছেন, তাঁদের কোলে আসছে সন্তান। তার পর থেকেই সন্তান নিয়ে সিদ্ধার্থের পুরনো এক মন্তব্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

২০১৬ সালে বিয়ে প্রসঙ্গে নিজের মতামত ভাগ করে নিয়েছিলেন অভিনেতা। সেই সময়ে তিনি ব্যস্ত ছিলেন ‘বার বার দেখো’ ছবি নিয়ে। অভিনেতা জানিয়েছিলেন, তিনি বরাবর বিয়ে নামক প্রতিষ্ঠানে বিশ্বাস করে এসেছেন। মধ্যবিত্ত পরিবারে বড় হওয়ায় বিবাহ, পরিবার— এই বিষয়গুলিতে তিনি বিশ্বাস করেন। যদিও বর্তমানে সম্পর্কের সমীকরণে এসেছে বহু বদল, এমনও মনে করতেন সিদ্ধার্থ। সে বার তিনি বলেছিলেন, “আজকের যুগে বিয়ে কেবল একটি ‘ট্যাগলাইন’ হয়ে গিয়েছে। সন্তান জন্ম দেওয়ার ইচ্ছে হলে তবেই আমি বিয়ে করব। বাচ্চাকে বাবা-মায়ের সঠিক নাম না দিতে পারলে, তার সঙ্গে অন্যায় করা হবে। তাই তখনই বিয়ে করব। তা ছাড়া বিয়ে নিয়ে খুব একটা ভাবিত নই। যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গেই থাকা যায়। আসলে বিয়ে একটা পদ্ধতি মাত্র। কারও প্রতি ভালবাসা বদলে দিতে পারে না বিয়ে।”

উল্লেখ্য, শুক্রবার একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা। এ ভাবেই সন্তান আগমনের ইঙ্গিত দিয়েছেন তারকা দম্পতি। তার সঙ্গে লিখেছেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’ পোস্টটি ছড়িয়ে পড়তেই তাঁদের শুভেচ্ছাবার্তায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। বলিউডে একাধিক তারকাও তাঁদের শুভেচ্ছা জানিয়েছেন। ইশান খট্টর, নেহা ধুপিয়া, হুমা কুরেশি, রিয়া কপূর-সহ আরও অনেকেই ভালবাসায় ভরিয়েছেন হবু মা-বাবাকে।

Advertisement

‘শেরশাহ’ ছবিতে অভিনয় করতে গিয়ে সিদ্ধার্থ ও কিয়ারার প্রেম শুরু। তার পরে ২০২৩ সালে সাত পাকে বাঁধা পড়েন দু’জনে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement