Entertainment News

জ্যোতিষী থেকে ডিজে, এই তারকাদের বাবাদের পেশা কী জানেন?

কারও বাবা বিখ্যাত জ্যোতিষী তো কারও বাবা আবার নামজাদা ডিজে। কেউ আবার নামকরা আর্কিটেক্ট। বলিউডের তেমনই কয়েক জন তারকার বাবাদের কাহিনি জেনে নেওয়া যাক।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০১৮ ১৩:২৭
Share:
০১ ০৮

কারও বাবা বিখ্যাত জ্যোতিষী তো কারও বাবা আবার নামজাদা ডিজে। কেউ আবার নামকরা আর্কিটেক্ট। বলিউডের তেমনই কয়েক জন তারকার বাবাদের কাহিনি জেনে নেওয়া যাক।

০২ ০৮

আয়ুষ্মান খুরানার বাবা পি খুরানা একজন নামকরা জ্যোতিষী। পঞ্জাবে তাঁর প্রবল নামডাক। বিভিন্ন চ্যানেলে জ্যোতিষ সংক্রান্ত নানান টিপস দিতেও দেখা যায় তাঁকে।

Advertisement
০৩ ০৮

স্টাইল স্টেটমেন্ট তো বটেই। এমনকি অভিনয় দিয়েও দর্শকদের মন জয় করেছেন রণদীপ হুডা। তাঁর বাবা রণবীর হুডা একজন শল্য চিকিৎসক।

০৪ ০৮

জ্যাকলিন ফার্নান্ডেজের বাবা এলরয় একজন ডিজে। বেশ কিছু নাইট ক্লাবেই তাঁকে ডিজে রূপে দেখা যায়। তবে আজকাল নাকি তিনি যে নাইটক্লাবেই যাচ্ছেন, লোকে মেয়ের গান বাজানোর অনুরোধ জানাচ্ছেন তাঁকে।

০৫ ০৮

জন আব্রাহামের বাবার নাম আব্রাহাম জন। আসলে তিনি একজন আর্কিটেক্ট। কোম্পানিও রয়েছে মুম্বইতে। আব্রাহাম জন আর্কিটেক্টস একটি নাম করা কোম্পানি। বেশ কিছু পুরস্কারও রয়েছে এই কোম্পানির ঝুলিতে।

০৬ ০৮

অনুষ্কা শর্মার বাবা একজন প্রাক্তন আর্মি অফিসার। তাঁর নাম কর্নেল অজয়কুমার শর্মা। অনুষ্কা নিজে এক বার বলেছিলেন, ‘আমার জীবনে সব কিছুই খুব ডিসিপ্লিনড। কারণ আমার বাবা আর্মি অফিসার ছিলেন। খাওয়া-দাওয়া থেকে ঘুম সব কিছুই আমাদের বাড়িতে খুব নিয়ম মেনেই হয়।’

০৭ ০৮

শাহিদ কপূরের বাবা পঙ্কজ কপূরও একজন জনপ্রিয় অভিনেতা। টিভি সিরিয়াল ‘অফিস-অফিস’-এ মুস্সদ্দি লালের চরিত্রে পঙ্কজ কপূরের অভিনয় অনেকেই পছন্দ করেছিলেন। ‘এক ডক্টর কী মৌত’ থেকে হালের ‘ফাইন্ডিং ফ্যানি’ পঙ্কজ কপূরের অভিনয় সদাই প্রশংসিত। ছেলে শাহিদকে নিয়ে ‘মৌসম’ ছবিটি পরিচালনাও করেছিলেন অভিনেতা।

০৮ ০৮

স্টান্টম্যান আর অ্যাকশন ডিরেক্টর হিসেবে এক সময়ে বলিউডে খুব নামডাক ছিল বীরু দেবগণের। তাঁরই পুত্র অজয় দেবগণ। আশিটিরও বেশি হিন্দি ছবিতে অ্যাকশন ডিরেক্টর হিসেবে কাজ করেছেন বীরু দেবগণ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement