Dubai Real Estate

দুবাই গিয়ে বহুতল নির্মাণের ব্যবসা করছেন রিমি! বলিউডের আর কোন অভিনেতা ‘রিয়্যাল এস্টেট’ জগতে?

রিমিই প্রথম নন। বলিউডের আরও কয়েক জন তারকা সম্পত্তি ব্যবসাতেই মন দিয়েছেন। তাঁরা কারা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জানুয়ারি ২০২৬ ১০:০৫
Share:

কোন কোন অভিনেতা রিয়্যাল এস্টেটে রয়েছেন?

বলিউড ছেড়েছেন অভিনেত্রী রিমি সেন। একসময়ে ‘ধুম ২’ ছবিতে অভিষেক বচ্চনের সঙ্গে তাঁর রসায়ন সাড়া ফেলেছিল। কিন্তু অভিনয় ছেড়ে এখন তিনি বহুতল নির্মাণের ব্যবসায় মন দিয়েছেন। দুবাই গিয়ে তিনি ‘রিয়্যাল এস্টেট’-এর ব্যবসা শুরু করেছেন। তবে রিমিই প্রথম নন। বলিউডের আরও কয়েক জন তারকা সম্পত্তি ব্যবসাতেই মন দিয়েছেন। তাঁরা কারা?

Advertisement

১) বিবেক ওবেরয়: ‘কোম্পানি’ ও ‘সাথিয়া’র মতো ছবিতে অভিনয় করে প্রশংসা পেয়েছিলেন। কিন্তু ক্রমশ বলিউড থেকে তাঁর দূরত্ব বেড়েছিল। এর পরে বলিউড ছেড়ে ব্যবসায় মন দেন তিনি। বর্তমানে হাতেগোনা কাজে দেখা যায় বিবেককে। কিন্তু তাঁর প্রধান মনোযোগ থাকে সম্পত্তি ব্যবসার দিকেই।

২) সুনীল শেট্টী: ২০০৮ সালে নিজের বহুতল সংস্থার সফর শুরু করেছিলেন সুনীল। এক সময়ে বলিউডের একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছিলেন তিনি। তার মধ্যে অন্যতম ‘বর্ডার’ ও ‘ধড়কন’। কিন্তু একটা সময় পরে ইন্ডাস্ট্রির থেকে তিনি দূরত্ব বজায় রাখতে শুরু করেন এবং বহুতলের ব্যবসায় মন দেন। বর্তমানে খান্ডালা, লোনাভালা ও গোয়াতে তাঁর তৈরি বহু বহুতল রয়েছে।

Advertisement

৩) অতুল অগ্নিহোত্রী: তিনি পেশায় অভিনেতা তথা প্রযোজক। তিনি সলমন খানের আত্মীয়ও। সম্প্রতি তিনি সম্পত্তি ব্যবসার দুনিয়ায় পা রেখেছেন। মুম্বইয়ের বান্দ্রায় ৬০ বছরের পুরনো একটি আবাসনকে তিনি পুনর্নিমাণ করেছেন।

সরাসরি বহুতলের ব্যবসায় যোগ না দিলেও, বলিউডে এমন বহু অভিনেতা রয়েছেন যাঁরা এই ব্যবসায় নিয়মিত বিনিয়োগ করেন। যেমন অভিষেক বচ্চন গত কয়েক বছরে সম্পত্তি ব্যবসায় নিয়মিত বিনিয়োগ করেছেন। এক বহুতল নির্মাণ সংস্থায় সক্রিয় ভাবে বিনিয়োগ করেন অক্ষয় কুমার। ২০২৫ সালে মুম্বইয়ে মোট ১০০ কোটি টাকার সম্পত্তি বিক্রি করেছেন তিনি।

জিতেন্দ্র ও তুষার কপূরও এই ব্যবসার সঙ্গে জড়িত। প্রায়ই বিনিয়োগ করে থাকেন এই জগতে। ২০২৫ সালে ১১ তলার একটি আবাসন বিক্রি করেছেন ৫৫৯ কোটি টাকায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement