Aditi Rao Hydari

‘এক জন অচেনা ব্যক্তির সঙ্গে মেক আউট’, কেন বললেন বলি নায়িকা?

অদিতি রাও হায়দারি। বলিউড অভিনেত্রী।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২০ মে ২০১৯ ১৪:০৮
Share:

অদিতি রাও হায়দারি। ছবি: ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

অদিতি রাও হায়দারিবলিউড অভিনেত্রী। বেশ লাজুক আর মার্জিত হিসাবেই পরিচিত তিনি। সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের অডিশনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন অভিনেত্রী।

Advertisement

অদিতি বলেন, ‘ইয়ে শালি জিন্দগি’ ছবিতে অডিশনের সময় একজন অপরিচিতের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠ হতে হয়েছিল। ‘মেক আউট’ করার অভিনয় করতে হয়েছিল। অভিনেতাকে না চেনায় প্রথমে একটু অসুবিধায় পড়েছিলেন তিনি, জানান অদিতি। কিন্তু সহ-অভিনেতা ছিলেন অত্যন্ত ভদ্র।

অরুণোদয় সিংহের সঙ্গে অদিতি ‘ইয়ে শালি জিন্দগি’ ছবিতে অভিনয় করেছিলেন। সেই ছবির অডিশনের কথাই সাক্ষাৎকারে উল্লেখ করেছিলেন তিনি।

Advertisement

আরও পড়ুন: চুমু বিতর্কে বিদ্ধ এই নবাগতা বলি নায়িকা একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার

আসলে অরুণোদয় সিংহের সঙ্গে তাঁর পরিচয় ছিল না, তাঁর বার বার মনে হচ্ছিল, সমস্যা হতে পারে, কিন্তু সহ-অভিনেতা অত্যন্ত মার্জিত হওয়ায় অভিনয়ে স্বচ্ছন্দ ছিলেন তাঁরা।

আরও পড়ুন: সুইমিং পুলে ঘনিষ্ঠ অর্জুন-গ্যাব্রিয়েলা, বেবিমুনে কোথায় গেলেন যুগল?

সাক্ষাৎকারে অদিতি এও বলেন, মণিরত্নমের ‘বম্বে’ ছবি দেখেই সিনেমার প্রতি আকর্ষণ জন্মায় তাঁর।

দেখুন, বিনোদনের নানা কুইজ

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement