প্রেমিকা গ্যাব্রিয়েলা ডিমেট্রিয়াডেসের সঙ্গে আর এক সন্তানের বাবা হতে চলেছেন অর্জুন রামপাল। সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ ফোটোশুটের মাধ্যমে খবরটি জানিয়েছিলেন অর্জুন ও গ্যাব্রিয়েলা। এ বার বেবিমুনের ছবি শেয়ার করলেন তারা।
বেবিমুনে সুইমিং পুলে দু’জনের ঘনিষ্ঠ ছবি ছাড়াও গ্যাব্রিয়েলা নিজেরও একটি ছবি শেয়ার করেছেন।
ছবি শেয়ার করে ইনস্টাগ্রামে লিখেছেন, এ রকম একটা সকালে ঘুম ভাঙা মানে জীবনটা বেশ ভাল। সবার আশীর্বাদও রয়েছে তাঁদের উপরে।
আরও পড়ুন: চুমু বিতর্কে বিদ্ধ এই নবাগতা বলি নায়িকা একজন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার
কিন্তু বেবি মুনে কোথায় বেড়াতে গিয়েছিলেন তাঁরা?
When you wake up to this, you know you are blessed. #Maldives #anantaraveli #thelife
মলদ্বীপের একটি রিসর্টে বেড়াতে গিয়েছেন যুগলে। দু’জনে সময় কাটিয়েছেন এক সঙ্গে। ছবিও শেয়ার হয়েছে সোশ্যাল মিডিয়ায়। নিমেষেই ভাইরাল হয়েছে সেগুলি। আসলে মা হওয়ার আগে দু’জনের নানা মুহূর্ত ফ্রেমবন্দি করে রাখছেন এই জুটি। কিছুদিনের মধ্যেই তা অ্যালবাম আকারে প্রকাশ করবেন অনুরাগীদের জন্য।
আরও পড়ুন: বলিউডের এই সুন্দরী নবাগতা অঙ্কে স্নাতক!
বেশ কয়েকটি সর্বভারতীয় সংবাদমাধ্যম বলছে, ২০০৯ সালে আইপিএল-এর একটি আফটার পার্টিতে অর্জুনের সঙ্গে গ্যাব্রিয়েলার আলাপ হয়। তার কয়েক বছর পর থেকে তাঁরা ডেট করা শুরু করেন। গত বছর অর্জুনের মা গোয়েন রামপাল মারা যাওয়ার সময়ে গ্যাব্রিয়েলা অর্জুনের পাশেই ছিলেন। সেখান থেকেই দু’জনের প্রেমের খবরটা প্রকাশ পায়।