নিজেকে আধ্যাত্মিক নেটপ্রভাবী বলে দাবি করতেন। সেই সঙ্গে জানিয়েছিলেন তাঁর চারপাশে নাকি সব সময় ঘুরে বেড়ান ১৫০ দেহরক্ষী। এমনকি বিশেষ ধরনের মিষ্টি খেতে নাকি প্রায়ই দুবাই উড়ে যান তিনি। তান্যা মিত্তলের এমন দাবি শুনে অবাক হয়েছিলেন দর্শক। এ বার ‘বিগ বস্’ শেষ হতেই তিনি দাবি করলেন, কোরিয়ায় নাকি তাঁর বড় ব্যবসা আছে।
শুধু তা-ই নয়। কোরিয়ায় গিয়ে নাকি তিনি রূপচর্চা করান। সেই জন্যেই নাকি তাঁর ত্বক উজ্জ্বল। একটি ভি়ডিয়োয় তান্যাকে বলতে শোনা যায়, “আমার কথা শুনুন। প্রতি সপ্তাহে আমি গ্বালিয়র থেকে দিল্লি উড়ে যাই। সেখান থেকে আবার কোরিয়া উড়ে যাই। সেখানে গিয়ে আমি কোরিয়ার বিশেষ ত্বকচর্চা করাই। আমার ত্বক দেখেছেন কত উজ্জ্বল!”
আরও পড়ুন:
এর পরেই তান্যা বলেন, “আমি বাড়িয়ে বলছি না। এগুলো আমার রোজকার ব্যাপার। কোরিয়ায় আমার ব্যবসাও রয়েছে এবং ওখানে আমার বহু ভক্ত রয়েছেন।” তান্যার এই ভিডিয়ো দেখে ফের চক্ষু চড়কগাছ দর্শকের। তবে এ বার এই কথাগুলো একটি বিজ্ঞাপনের জন্য বলেছেন তিনি। এই প্রথম অভিনয় করলেন তান্যা। ‘বিগ বস্’-এ থাকাকালীন একতা কপূরের থেকেও অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি।
‘বিগ বস্ ১৯’-এর ঘরে একাধিক বিস্ফোরক দাবি করেছিলেন তান্যা। তিনি বলেছিলেন, “এখানে তো লোকজন আমার ব্যাপারে কিছুই জানে না। খুব সাদামাঠা থাকার চেষ্টা করি। আমি কফি পান করতে কোথায় যাই জানেন? গ্বালিয়র থেকে যাই আগ্রা। সেখান থেকে কফি কিনি। কিন্তু পান করি না। কফিটা ঠান্ডা হতে হবে। তাই সঙ্গে ‘আইসবক্স’ নিয়ে যাই। তার মধ্যে রাখা থাকে সেই কফি। সেই কফি আমি তাজমহলের পিছনে একটি বাগানের বেঞ্চে বসে পান করি।”