Aishwarya Rai Bachchan

‘ইচ্ছা হলে ১৫ দিনেই ওজন কমাতে পারি’, মোটা হওয়া প্রসঙ্গে দাবি ঐশ্বর্যা রাই বচ্চনের

কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যা রাই বচ্চনের মোটা হয়ে যাওয়া নিয়ে বিস্তর আলোচনা হয়েছে। ধৈর্যের বাঁধ ভাঙল নায়িকার।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৪:০৭
Share:

মুখ খুললেন ঐশ্বর্যা। ছবি: সংগৃহীত।

মা হওয়ার পর মেয়েদের শরীরে অনেক ধরনের পরিবর্তন আসে। তা তিনি সাধারণ মহিলা হোন বা বড় পর্দার নায়িকা। আর ওজন বাড়লে অনুরাগীদের নজর তা পড়বেই। সমাজমাধ্যমে কটাক্ষও করেন অনেকে। একই কারণে বহু বার কটাক্ষের শিকার হতে হয়েছে অভিনেত্রী ঐশ্বর্যা রাই বচ্চনকেও। আবার হতে হল, যা নিয়ে বিরক্ত ঐশ্বর্যা।

Advertisement

গত কয়েক বছরে তাঁকে যে সব অনুষ্ঠানে দেখা গিয়েছে প্রতিটি জায়গাতেই তাঁর সাজপোশাক, চুলের স্টাইল নিয়ে প্রশ্ন উঠেছে। অভিনেত্রীর ফোলা গাল দেখে অনেকেরই ধারণা, তিনি হয়তো কোনও ধরনের অস্ত্রোপচার করিয়েছেন। সম্প্রতি কান চলচ্চিত্র উৎসবে ঐশ্বর্যার লুক তাক লাগিয়েছে সবাইকে। তাও অভিনেত্রীকে তাঁর বাড়তি ওজন নিয়ে অনেক মন্তব্যই শুনতে হয়েছে। কেউ কেউ আবার লেখেন, ‘নিজের চুলের কায়দা এ বার পরিবর্তন করার চেষ্টা করুন।’ আবার এক জন লেখেন, “মুখ এত ফুলে গিয়েছে, আর ভাল লাগছে না আপনাকে দেখতে।” এত কটাক্ষ, নেতিবাচক মন্তব্য শুনে বিরক্ত ঐশ্বর্যা।

ধৈর্যের বাধ ভেঙেছে তাঁর। ঐশ্বর্যা বলেন, “আমি মোটা হয়েছি তো আপনাদের কী সমস্যা হয়েছে? আমার চেহারা নিয়ে আপনাদের এত আগ্রহ কীসের?” অভিনেত্রীর সটান জবাব, এই মুহূর্তে তিনি নিজের মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বেশি ভাবছেন। নিজের ওজন নিয়ে তিনি চিন্তিত নন। ঐশ্বর্যা বলেন, “চাইলেই ১৫ দিনে নিজের ওজন কমিয়ে ফেলতে পারি। কিন্তু আমার তো কোনও অসুবিধা হচ্ছে না। আমি যেমন আছি, তাতেই আমি ভাল আছি। সুতরাং আমার চেহারা নিয়ে কে কী ভাবছে তাতে আমার কিছু যায় আসে না।” এই মুহূর্তে কান চলচ্চিত্র উৎসবে অভিনেত্রীর শাড়ির লুক রীতিমতো ছড়িয়ে পড়েছে সর্বত্র।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement