Jagaddhatri Serial

দর্শককে ধৈর্য ধরতে হবে, আমি ভুল করলেও, কৌশিকী কখনও ভুল সিদ্ধান্ত নেবে না: রূপসা

‘জগদ্ধাত্রী’ ধারাবাহিক নিয়ে দর্শক মনে কৌতূহলের শেষ নেই। প্রতি দিন নতুন নতুন ‘টুইস্ট’ কাহিনিতে। কিন্তু কেন কৌশিকীর সিদ্ধান্তে খুশি নয় দর্শক?

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ মে ২০২৫ ১৩:০০
Share:

কেন কৌশিকীকে নিয়ে অখুশি দর্শক? ছবি: সংগৃহীত।

অনেকগুলো বছর এগিয়ে গিয়েছে ‘জগদ্ধাত্রী’র কাহিনি। দুর্গা এবং জগদ্ধাত্রী দুই চরিত্রেই অভিনয় করছেন অভিনেত্রী অঙ্কিতা মল্লিক। গল্পে মায়ের আদলেই চরিত্রটা গড়া হয়েছে। এত দিন ধরে মুখোপাধ্যায় পরিবারের আড়ালেই ছিল সে। কিন্তু গল্পের পট পরিবর্তন হয়েছে। কাহিনির একটা বড় অংশ জুড়ে রয়েছে কৌশিকী মুখোপাধ্যায়ের ‘প্রতিপত্তি’। জগদ্ধাত্রীর অসুস্থতার পর গোটা পরিবারকেই ধরে রেখেছে কৌশিকী। এমনটাই এত দিন দেখানো হয়েছে। এই চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী রূপসা চক্রবর্তী। দেখানো হয়েছে, পরিবারের যত সমস্যা এত দিন ধরে সবটাই সামলে আসছে। কিন্তু এখন কৌশিকীকে মোটেই পছন্দ হচ্ছে না দর্শকের। সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে এমনটাই দেখা যাচ্ছে। নানা ধরনের মন্তব্য ভরে গিয়েছে।

Advertisement

এক জন লিখেছেন, “জগদ্ধাত্রী সিরিয়ালের কৌশিকীকে আগে ভালো লাগলেও এখন বেশি বাড়াবাড়ি করছে মনে হয়।” পরিবারের বড় ব্যবসা, সম্পত্তির মালিকানা পাবে কে সেটাকে কেন্দ্র করেই চলছে গল্প এগিয়ে চলেছে। দর্শকের একাংশের দাবি, কৌশিকীরও অনেক দোষ আছে। এক জন মন্তব্য করেন, “সম্পত্তি থেকে সবাইকে বঞ্চিত করলে পরিবারে অশান্তি তো হবেই। দুর্গাকে উচ্চশিক্ষিত করল না। সম্পত্তি সবাইকে ভাগ করে দেওয়া উচিত ছিল।” পর্দার কৌশিকীর সিদ্ধান্তে অনেকেই হতাশ। এ প্রসঙ্গে অভিনেত্রী রূপসা চক্রবর্তীকে প্রশ্ন করা হলে তিনি বললেন, “দর্শক যে আমাদের গল্পের মধ্যে এ ভাবে ঢুকে গিয়েছে এটা ভেবে ভাল লাগছে। কিন্তু সবাইকে একটু ধৈর্য ধরতে হবে। কারণ, আমার মনে হয় রূপসা ভুল সিদ্ধান্ত নিলেও কৌশিকী কখনও ভুল সিদ্ধান্ত নেবে না।”

প্রায় সাড়ে তিন বছর ধরে সম্প্রচারিত হচ্ছে এই ধারাবাহিক। এখনও পর্যন্ত টিআরপি তালিকায় টেক্কা দিতে তাকে। গত দু’সপ্তাহে প্রথম একে এই ধারাবাহিকটিকে দেখা গেলেও চলতি সপ্তাহে দ্বিতীয় স্থানে রয়েছে ‘জগদ্ধাত্রী’।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement