শাহরুখকে দেখে কী করে ছোট্ট রাহা! ছবি: সংগৃহীত।
নিজের মনের মতো করে কন্যা রাহা কপূরকে বড় করছেন আলিয়া ভট্ট। প্রতি মুহূর্তে রাহা কী করছে, কোথায় যাচ্ছে— সব দিকে কড়া নজর অভিনেত্রীর। ছোট্ট রাহা যাতে টিভির পর্দায় বা মোবাইলের দিকে তাকিয়ে না থাকে, সে দিকেও খেয়াল রাখেন তিনি। কিন্তু টিভির পর্দায় শাহরুখ খানকে দেখলেই এক অদ্ভুত প্রতিক্রিয়া দেয় রাহা। সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন আলিয়া।
আলিয়া জানান, প্রায়ই কাজের ফাঁকে বলিউডের গান শোনেন। টিভির পর্দায় যখন শাহরুখের গান চলে, তখন এক অদ্ভুত প্রতিক্রিয়া দেখতে পান রাহার মধ্যে। অভিনেত্রী বলেছেন, “রাহা আামাদের অর্থাৎ আমার ও রণবীরের ছবির গান বহু বার দেখেছে। আজকাল অন্য অভিনেতাদের ছবির গানও চালাই। কিন্তু রাহা ভাবে, সব ছবির গানই আমার বা রণবীরের।”
এমনই এক দিন শাহরুখের ছবি ‘মহব্বতে’র একটি গান শুনছিলেন আলিয়া। গানের সঙ্গে পা-ও দোলাচ্ছিলেন। তখন রাহা তাঁকে প্রশ্ন করে, “এটা কি তোমার গান, মা?” আলিয়া কন্যাকে জানান, এটা তাঁর ছবির গান নয়। তখন ছোট্ট রাহা ফের প্রশ্ন করে, “তা হলে এটা কি বাবার ছবির গান?” সঙ্গে সঙ্গে আলিয়া মেয়েকে বুঝিয়ে বলেন, “না না এটা বাবা নয়। এটা শাহরুখ খানের গান।”
এই সাক্ষাৎকারেই রাহার সঙ্গে রণবীরের সম্পর্ক নিয়েও কথা বলেছেন আলিয়া। অভিনেত্রী জানিয়েছেন, রাহার জন্মের পরে বদলে গিয়েছেন রণবীর। রাহার সঙ্গে কাটানো প্রতিটি সময় রণবীরের কাছে খুব বিশেষ বলেও জানান আলিয়া। তাঁর কথায়, “রণবীর সত্যিই দারুণ। রাহার মনোরঞ্জন করার সময় ও আরও সৃজনশীল হয়ে ওঠে। রাহাও কিছু কম যায় না। ওদের দু’জনের দারুণ একটা বন্ধুত্ব রয়েছে। ওদের দু’জনকে একসঙ্গে দেখলে ভাল বন্ধু বলেই মনে হবে।”