Divya Dutta

মান্টো ছবিতে বোল্ড হয়েছি, কারণ…

‘মান্টো’ ছবিতে তাঁর বোল্ড অভিনয়ের জন্য বার বার সংবাদের শিরোনামে তিনি। দিব্যা দত্ত।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৮ ১৬:৩৪
Share:

দিব্যা দত্ত। ফাইল চিত্র।

২১ সেপ্টেম্বর মুক্তি পাচ্ছে মান্টো।

Advertisement

কান চলচ্চিত্র উৎসবে নন্দিতা দাসের এই ছবি দেখার পর ‘মান্টো’-র টিমকে স্ট্যান্ডিং ওভেশন দিয়েছে আন্তর্জাতিক সিনেমা জগত। সমালোচকদের কাছে প্রশংসিত হয়েছেন তিনিও। ‘মান্টো’ ছবিতে তাঁর বোল্ড অভিনয়ের জন্য বার বার সংবাদের শিরোনামে তিনি। দিব্যা দত্ত।

সাদাত হাসান মান্টোর জীবন নিয়ে নন্দিতা বানিয়েছেন এই ছবিটি। আর সেখানেই মান্টোর লেখা গল্প ‘ঠান্ডা গোস্ত’-এ একটা চরিত্রে অভিনয় করেছেন তিনি। তাও অতিথি শিল্পী হিসাবে। সমালোচকরা নানা জায়গায় বলেছেন, দিব্যার ‘বোল্ড’ অভিনয়ের কথা।

Advertisement

আরও পড়ুন: ‘আমি ওঁর থেকে অনেক ভাল গান গাই’, বিস্ফোরক মিকা​

নন্দিতাই দিব্যার কাছে গিয়েছিলেন এই চরিত্রে অভিনয়ের অফার নিয়ে। তখনই রাজি হয়ে যান দিব্যা। ‘মান্টো’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে অভিনেত্রী বলেন, ‘‘গল্পটা আমি আগেও পড়েছি। অভিনয়ে তাই কোনও সমস্যা ছিল না। ক্যামেরার পিছনে নন্দিতা ছিলেন। তাই এ বিষয়ে একেবারে নিশ্চিন্ত ছিলাম।’’

‘মান্টো’ ছবিতে নওয়াজউদ্দিন সিদ্দিকি।

নন্দিতা বলেন, ‘‘দিব্যার অভিনয় দেখেই এই চরিত্র অফার করা হয়েছিল তাঁকে।’’

আরও পড়ুন: বিগ বসের নতুন সেনসেশন নেহা পেন্ডসে সম্পর্কে জানেন?

‘মান্টো’ ছবিতে তাঁর অবদান ‘সামান্য’, এমনটাই বলেন পঞ্জাবি ফিল্ম ইন্ডাস্ট্রির অন্যতম বিখ্যাত এই নায়িকা। দিব্যা ছাড়াও এই ছবিতে রয়েছেন রণবীর শোরে, গুরদাস মন, পরেশ রাওয়াল ও ঋষি কপূর। এই ছবির মুখ্য ভূমিকায় অভিনয় করছেন নওয়াজউদ্দিন সিদ্দিকি।

কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement