Elnaaz Norouzi on Nawazuddin Siddiqui

নওয়াজ়ের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাননি! কেন আপত্তি জানিয়েছিলেন অভিনেত্রী এলনাজ়

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেম্‌স ২’ অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ়। এখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেন নওয়াজ়। সেখানেই নওয়াজ়ের সঙ্গে অন্তরঙ্গ হতে চাননি এলনাজ়। কেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৫ ১৯:২৮
Share:

নওয়াজ়কে নিয়ে কিসের আপত্তি এলনাজ়ের? —ফাইল চিত্র।

নওয়াজ়উদ্দীন সিদ্দীকী এই মুহূর্তে বলিউডের অন্যতম আলোচিত অভিনেতা। পর্দায় একাধিক অভিনেত্রীর সঙ্গে অন্তরঙ্গ হয়েছেন তিনি। তবে পর্দায় নওয়াজ়ের সঙ্গে অন্তরঙ্গ হতে হবে শোনামাত্রই সেই প্রস্তাব নাকচ করেন অভিনেত্রী এলনাজ় নরৌজ়ি।

Advertisement

অনুরাগ কাশ্যপ পরিচালিত ‘সেক্রেড গেম্‌স ২’ অন্যতম জনপ্রিয় ওয়েব সিরিজ়। এখানেই মুখ্য চরিত্রে অভিনয় করেন নওয়াজ়। প্রশংসিতও হয়েছেন তারকা। তবু নওয়াজ়ের সঙ্গে অন্তরঙ্গ হতে চাননি এলনাজ়। তাঁর সাফ কথা, ‘‘শুধু দেখানোর জন্য কিছু করব না। যদি চিত্রনাট্যের ক্ষেত্রে সত্যিই প্রয়োজন হয়, তা হলেই করব।’’ ঘনিষ্ঠ হওয়ার ক্ষেত্রে তিনি আগেই পরখ করে নেন, দৃশ্যটি কতটা প্রয়োজনীয়। তাঁর ভাষায়, “চুমুর দৃশ্য হোক অথবা চূড়ান্ত ঘনিষ্ঠ দৃশ্য, আগে দেখি ওই বিষয়টা গল্পের জন্য কতটা জরুরি। ওই ঘনিষ্ঠ দৃশ্য কি গল্পটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে? যদি তা-ই হয়, তবে তেমন দৃশ্য থাকা উচিত। না হলে কেন থাকবে?’’ গড্ডলিকা প্রবাহে গা ভাসাতে চান না। এলনাজ়ের মতে, তিনি বিশ্বাস করেন ভাল পরিচালক, শক্তিশালী চিত্রনাট্য ও ভাল প্রযোজক থাকলে ধোঁয়াশাগুলো কেটে যায়। তিনি সব সময় প্রশ্ন করেন তাঁর পরিচালক ও প্রযোজককে। কারণ, এলনাজ় মনে করেন, এটা একটা ‘টিমওয়ার্ক’।

‘সেক্রেড গেম্স ২’-এর চিত্রনাট্যে এলনাজ়ের সঙ্গে নওয়াজ়ের একটি অন্তরঙ্গ দৃশ্য ছিল। সেই দৃশ্য করতে রাজি হননি অভিনেত্রী। ফলে কাজটাই প্রায় হাতছাড়া হচ্ছিল তাঁর। তবে এলনাজ় জানান, তিনি অনুরাগ কাশ্যপের মতো পরিচালক পেয়ে কৃতজ্ঞ। অনুরাগ যথেষ্ট সংবেদনশীল ব্যবহার করেন তাঁর সঙ্গে। এলনাজ় ও তাঁর টিমকে বাড়িতে ডেকে কথাবার্তার মাধ্যমে রফাসূত্র বার করেন পরিচালক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement