Sonakshi Sinha on swimwear

‘ভারতে সুইমওয়্যার পরি না’, কোন কারণে স্নানপোশাক পরতে ভয় পান সোনাক্ষী?

ভারতের বাইরে কোথাও গেলে তবেই স্নানপোশাক পরেন অভিনেত্রী। নিজের শরীরের গঠন নিয়ে কি আত্মবিশ্বাসী নন সোনাক্ষী? কী জানালেন তিনি?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৩:৪৬
Share:

ভারতে স্নানপোশাক পরতে ভয় পান সোনাক্ষী। ছবি: সংগৃহীত।

‘দাবাং’ ছবির মাধ্যমে অভিনয়ের সফর শুরু করেছিলেন সোনাক্ষী সিন্‌হা। একাধিক সাক্ষাৎকারে দৈহিক গঠন নিয়ে কটাক্ষ (বডি শেমিং) প্রসঙ্গে কথা বলেছেন অভিনেত্রী। আবার কী ভাবে একটা সময় ওজন কমিয়েছেন তা-ও ভাগ করে নিয়েছেন তিনি। তবে ওজন কমালেও কিছু বিষয়ে নাকি এখনও স্বচ্ছন্দ নন সোনাক্ষী। এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানিয়েছেন, বিশেষ করে ভারতে স্নানপোশাক (সুইমওয়্যার) পরতে নাকি ইতস্তত বোধ করেন তিনি।

Advertisement

ভারতের বাইরে কোথাও গেলে তবেই স্নানপোশাক পরেন অভিনেত্রী। নিজের শরীরের গঠন নিয়ে কি আত্মবিশ্বাসী নন সোনাক্ষী? এই প্রসঙ্গে অভিনেত্রী সাক্ষাৎকারে স্পষ্ট জানান, স্নানপোশাক পরার সময় তিনি অতিরিক্ত সতর্ক হয়ে যান। সোনাক্ষীর কথায়, “আমি মুম্বইয়ে সাঁতার কাটি না। এই দেশের কোনও স্থানেই আমি সাঁতারে যাই না। তার কারণ, জানি না কোথা থেকে কে কী ভাবে ছবি তুলে নেবে আমার। সেই ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ুক, তা আমি চাই না। কোথাও বেড়াতে গেলে আমি সাঁতার কাটি, জলে ডুব দিই।”

শরীরচর্চা নিয়েও এই সাক্ষাৎকারে কথা বলেন সোনাক্ষী। এক সময় চেহারার গঠনের জন্য নাকি বেশ চিন্তিত থাকতেন তিনি। অভিনেত্রীর কথায়, “আমার তখন ১৮ বছর বয়স। কলেজে পড়াশোনা করছি। সেই সময় আমি শরীরচর্চা কেন্দ্রে যাওয়া শুরু করি। জিমে গিয়েই আমি ট্রেডমিলে হাঁটতে শুরু করে দিই। ৩০ সেকেন্ড হাঁটার পরেই আমি ক্লান্ত হয়ে পড়েছিলাম। বুঝতে পারলাম, ট্রেডমিলে হাঁটার বয়স এখনও হয়নি। ১৮ বছর বয়স থেকেই নিজের সঙ্গে এটা আমি করতে পারি না।” গত বছর জুন মাসে দীর্ঘ দিনের প্রেমিক জ়াহির ইকবালের সঙ্গে বিয়ে সেরেছেন সোনাক্ষী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement