Entertainment News

দীপিকা-সোনাক্ষী-পরিণীতির যমজ বোন আছে!

প্রকাশ পাড়ুকোনের বড় মেয়ে দীপিকা পাড়ুকোন। তাঁর বোন অনিতা পাড়ুকোন দীপিকার চেয়ে পাঁচ বছরের ছোট। অন্য দিকে সোনাক্ষীর লব-কুশ নামের দুই যমজ ভাই আছে। স্বরাজ ও শিবং নামের দুই ভাই রয়েছে পরিণীতির। কিন্তু এই নায়িকাদের যমজ বোন? উহু।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৮ অক্টোবর ২০১৬ ১৩:৪১
Share:

প্রকাশ পাড়ুকোনের বড় মেয়ে দীপিকা পাড়ুকোন। তাঁর বোন অনিতা পাড়ুকোন দীপিকার চেয়ে পাঁচ বছরের ছোট। অন্য দিকে সোনাক্ষীর লব-কুশ নামের দুই যমজ ভাই আছে। স্বরাজ ও শিবং নামের দুই ভাই রয়েছে পরিণীতির। কিন্তু এই নায়িকাদের যমজ বোন? উহু। তেমনটা তো এখনও অবধি শোনা যায়নি। কিন্তু এই নায়িকাদেরও যমজ বোন রয়েছে। মনের মধ্যে এই নিয়ে কোনও সন্দেহ থাকলে চোখ রাখুন সঙ্গের গ্যালারিতে। বিশ্বাস করতে বাধ্য হবেন!

Advertisement

আরও পড়ুন: এই লাস্যময়ী কী হার্দিক পাণ্ড্যর গার্লফ্রেন্ড?

আরও পড়ুন: সিঁদুরখেলা @ রানি

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement