হিট-ফ্লপের চেনা গতে বাঁধা বলিউড। তাবড় তাবড় অভিনেতাদের ছবিতেও কখনও মন মজে না দর্শকদের। কখনও আবার উঠতি কারও ঝুলি থেকে বেরিয়ে আসে সুপার-ডুপার হিট। আজ চোখ থাকবে এমনই কিছু তারকার দিকে, যাঁদের ঝুলিতে একটিও ফ্লপ নেই।
• বরুণ ধবন- প্রথম ছবিতেই বক্স অফিসে বাজিমাত করে দিয়েছিলেন বরুণ। পরে হরেক চরিত্রে অভিনয় করেছেন। কখনও সিরিয়াল কিলার, কখনও ডান্সার তো কখনও আবার বোকা প্রেমিক। তবে আজ অবধি ফ্লপের মুখ দেখতে হয়নি বরুণকে।
• ভূমি পেদনেকর- ভারী চেহারায় নেমেছিলেন বলিউডে। এখন রোগা হয়েছেন অনেকটাই। তবে আজ অবধি তাঁর একটাও ছবি ফ্লপ হয়নি।
• রাজকুমার হিরানি- তিনি ছবিতে হাত দিলেই নাকি সে ছবি হিট! সম্প্রতি ‘সঞ্জু’র পরেও রাজকুমার প্রমাণ করে দিয়েছেন যে তাঁর হিট মেশিন এখনও চলছে।
• নীরজ পাণ্ডে- রোম্যান্টিক ছবি নিয়ে তিনি বিন্দুমাত্র আগ্রহী নন। বরং একের পর এক অ্যাকশন ছবি করে তাক লাগিয়ে দিয়েছেন নীরজ পাণ্ডে। ‘আ ওয়েডনেসডে’, ‘বেবি’, ‘স্পেশ্যাল ছাব্বিশ’, ‘এমএস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’ এগুলির সবকটিই সুপারহিট হয়েছে বক্স অফিসে।
• দিলজিত দোসাঞ্জ- অল্প ছবিতেই দিলজিতকে দেখা গিয়েছে। কিন্তু সেগুলির সবকটিই প্রায় হিট। উড়তা পঞ্জাব, ফিলৌড়ি এ সব ছবিতে দিলজিতের অভিনয় দর্শকের মন জিতে নিয়েছে।
• ফারহা খান- ম্যয় হু না দিয়ে সেই যে সফর শুরু করলেন, তার পর একের পর এক ছবি করে গিয়েছেন ফারহা খান। আর সেগুলির প্রায় সবই হিট।