বড় ঘোষণা কর্ণ জোহরের! ছবি: সংগৃহীত।
কিছু দিন আগেই এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, তিনি একাকিত্বে ভোগেন। জীবনে সাফল্য এলেও তা ভাগ করে নেওয়ার মতো কেউ নেই। সঙ্গীর অভাব যে বোধ করেন, তা-ও জানিয়েছিলেন কর্ণ জোহর। প্রায়ই তাঁকে কটাক্ষ ছেঁকে ধরে নানা বিষয়ে। নিজের যৌন পরিচয়ের জন্যও তির্যক মন্তব্য শুনেছেন। আবার বডিশেমিং-এর শিকারও হয়েছেন বার বার। এ সবের মধ্যেই এ বার বড় ঘোষণা কর্ণের। প্রযোজকের এই সিদ্ধান্তের পরে অনুরাগীদের উদ্বেগ, কর্ণ অবসাদে ভুগছেন না তো?
বিশ্বব্রহ্মাণ্ডের কাছে বিশেষ শক্তিও চেয়েছেন তিনি। সাধারণত সমাজমাধ্যমে খুবই সক্রিয় কর্ণ। প্রায়ই নিজের কাজ ও জীবনের খুঁটিনাটি ভাগ করে নেন তিনি। কিন্তু আর নয়। এ বার তিনি বিরতি নিতে চান। টানা এক সপ্তাহ তাই ‘ডিজিটাল ডিটক্স’-এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কর্ণ লিখেছেন, “এ সপ্তাহের জন্য ডিজিটাল ডিটক্স। ফোন স্ক্রল করা বন্ধ। ডিএম-ও বন্ধ। কোনও পোস্ট করব না। এই ব্রহ্মাণ্ড যেন আমাকে একটু শক্তি দেয় এ সবের থেকে দূরে থাকার।” কর্ণ শেষ তাঁর ইনস্টাগ্রামে ‘পেট্রিয়েট’ ছবির পোস্টার ভাগ করে নেন। তার আগে নিজের কিছু ছবি ভাগ করে নিয়েছিলেন তিনি। এ সবের থেকে আপাতত তিনি বিরতি ঘোষণা করেছেন। তবে এক সপ্তাহ ‘ডিজিটাল ডিটক্স’ করে কি আদৌ কোনও লাভ হয়?
সম্প্রতি ‘ধুরন্ধর’ ও ‘বর্ডার ২’— এই ছবি দু’টিরও বিশেষ প্রশংসা করে পোস্ট করেছেন সমাজমাধ্যমে। তবে গত মাসে তাঁর প্রযোজিত ছবি ‘তু মেরী ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরী’ মুক্তি পেয়েছিল। কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে অভিনীত সেই ছবি বক্সঅফিসে মুখ থুবড়ে পড়েছে।