Entertainment News

‘পুলওয়ামা’ নিয়ে ছবির নাম নথিভুক্ত করাতে বলিউডে লম্বা লাইন!

কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বক্স অফিসে ২০০ কোটি টাকার বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে এ ছবি। এখনও সিনেমা হলে গিয়ে এ ছবি দেখছেন দর্শক। এই আবহে ‘পুলওয়ামা অ্যাটাক’ বা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’ নামে ছবি তৈরি করলে তা ভাল ফল করবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ০১ মার্চ ২০১৯ ১৩:২২
Share:

কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’।

দেশপ্রেম। এ বড় কঠিন আবেগ। বাস্তবে হোক বা পর্দায়, দেশপ্রেমের আবেগে ভেসে যান অধিকাংশ মানুষ। এই আবেগকে কাজে লাগিয়ে রাজনৈতিক ফায়দা তোলেন রাজনীতির কারবারিরা। আর পর্দায় দেশপ্রেমকে আছড়ে ফেলে বক্স অফিসে মুনাফা আদায় করে নেন পরিচালক-প্রযোজক। সদ্য ঘটে যাওয়া পুলওয়ামার ঘটনা এবং তার পরবর্তীতে ভারত-পাক যুদ্ধকালীন পরিস্থিতি নিয়ে ছবি তৈরি করতে চান বহু পরিচালক। সে কারণেই গত কয়েক দিনে ছবির নাম নথিভুক্ত করার লাইন পড়েছে বলিউডে।

Advertisement

কিছু দিন আগে মুক্তি পেয়েছে ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। বক্স অফিসে ২০০ কোটি টাকার বেঞ্চমার্ক পেরিয়ে গিয়েছে এ ছবি। এখনও সিনেমা হলে গিয়ে এ ছবি দেখছেন দর্শক। এই আবহে ‘পুলওয়ামা অ্যাটাক’ বা ‘সার্জিক্যাল স্ট্রাইক ২’ নামে ছবি তৈরি করলে তা ভাল ফল করবে বলেই মনে করছেন সিনে বিশেষজ্ঞরা। সে কারণে আগে থেকেই ওই সব নাম নথিভুক্ত করার লাইন পড়েছে। এখনও পর্যন্ত পাঁচটি প্রযোজনা সংস্থা ‘ইন্ডিয়ান মোশন পিকচার প্রোডিউসারস্ অ্যাসোসিয়েশন’ (ইম্পা)-এ গিয়ে এই সংক্রান্ত ছবির নাম নথিভুক্ত করেছেন বলে খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই এই সংক্রান্ত ১০টি নাম জমা পড়েছে। ‘ইম্পা’য় উপস্থিত প্রযোজকরা নিজেদের মধ্যে এ নিয়ে আলোচনাও করেছেন। ভবিষ্যতে এই বিষয় নিয়ে ছবি তৈরি করতে আগ্রহী অনেকেই। যে সব নাম নথিভুক্ত হচ্ছে, তার সব কটি নিয়ে ছবি নাও হতে পারে। কিন্তু ভবিষ্যতে ঝামেলা থেকে দূরে থাকতে এখনও ব্যবস্থা নিচ্ছেন বলি প্রযোজকদের একটা অংশ।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

আরও পড়ুন, এই বিশেষ কাজের জন্য দাম্পত্যে সুখী অজয়-কাজল!

(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন