দীর্ঘ ২০ বছরের দাম্পত্যে রয়েছেন অজয় দেবগণ এবং কাজল। আজ তাঁদের বিবাহবার্ষিকী। দু’জনে একই পেশায় রয়েছেন। বহু সমস্যা এসেছে জীবনে। কিন্তু তার আঁচ দাম্পত্য পড়তে দেননি তাঁরা। বিশেষ একটি কাজ বা অভ্যেসই নাকি তাঁদের দাম্পত্যকে সুখী করেছে। বিবাহবার্ষিকীতে সে কথা খোলসা করলেন অজয়।
সাংবাদিকদের অজয় বলেন, ‘‘আসলে আমরা যেটা নই,একে অপরের কাছে সেটা হওয়ার দাবি করিনি কখনও। স্পেস দরকার হলে দু’জনেই স্পেস নিয়েছি। এমনও হয়েছে একটা ঘরে আমি আর কাজল বসে রয়েছি,নিজেদের কাজ করছি। কেউ কোনও কথা বলছি না। … একে অপরকে এই স্পেস দেওয়ার জন্যই আমরা ভাল আছি।”
বিবাহবার্ষিকী উপলক্ষে কাজল একটি মজার ভিডিয়ো পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। তিনি লিখেছেন, সেলিব্রেশনের কোনও পরিকল্পনা নেই। দু’জনেরই পছন্দ ভাল খাবার। সুতরাং ডিনার ডেটেই সেলিব্রেট করবেন তাঁরা।
আরও পড়ুন, বিচ্ছেদের আগের রাতে কী হয়েছিল? মুখ খুললেন মালাইকা
(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)