Entertainment Gallery

এই বলিউড তারকাদের বয়স যেন থমকে গিয়েছে!

বয়সকে যেন সিন্দুকে আটকে রেখেছেন এই সেলেবরা। বয়স এঁদের কাছে শুধুমাত্র সংখ্যা। ত্বকের ভাঁজ বাড়ছে। চুলের রং ক্রমশই ফিকে হচ্ছে। কিন্তু এঁদের ক্যারিশমা যেন বেড়েই চলেছে। এখনও হাঁটুর বয়সী নায়ক-নায়িকাদের সঙ্গে সমান তালে টক্কর দেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৬ ১১:৩৩
Share:

বয়সকে যেন সিন্দুকে আটকে রেখেছেন এই সেলেবরা। বয়স এঁদের কাছে শুধুমাত্র সংখ্যা। ত্বকের ভাঁজ বাড়ছে। চুলের রং ক্রমশই ফিকে হচ্ছে। কিন্তু এঁদের ক্যারিশমা যেন বেড়েই চলেছে। এখনও হাঁটুর বয়সী নায়ক-নায়িকাদের সঙ্গে সমান তালে টক্কর দেন। তামাম দর্শকরা মুগ্ধ হয়ে দেখেন এই তারকাদের। বয়স তাঁদের কাছে সত্যিই হার মানে। এক নজরে দেখে নিন তেমনই কয়েক জন বলিউডি সেলেবকে।

Advertisement

চিনতে পারেন এদের? দেখুন তো!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement