Amitabh bachchan

১৩ হাজার টাকার টাই কেনার ক্ষমতা নেই! প্রকাশ্যে অপমানের জবাবে কী বলেছিলেন অমিতাভ বচ্চন?

লন্ডনের এক দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন অমিতাভ। একটি টাই কিনতে গিয়েছিলেন। একটি টাই হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ২০:২৯
Share:

অমিতাভ বচ্চন অপমানিত হয়েছিলেন? ছবি: সংগৃহীত।

লন্ডনের এক দোকানে গিয়ে অপমানিত হয়েছিলেন অমিতাভ বচ্চন? এক দোকানদার নাকি খুব রূঢ় আচরণ করেছিলেন তাঁর সঙ্গে। ঠিক কী ঘটেছিল? তা নিজেই জানিয়েছিলেন বিগ বি। একটি কুইজ় অনুষ্ঠানে এক অনুরাগী প্রশ্ন করেছিলেন, কোনও কিছু কেনার আগে কি দাম দেখে নেন অমিতাভ বচ্চন?

Advertisement

অমিতাভ জানিয়েছিলেন, কিছু কেনার আগে তার দাম যাচাই করে নেওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়। যে কোনও মানুষই এটা করতে পারেন বলে জানিয়েছিলেন বিগ বি। তার পরে এই বিষয়ে ব্যক্তিগত একটি ঘটনা জানিয়েছিলেন অমিতাভ বচ্চন। সেই সঙ্গে নিজের সম্মান কী ভাবে রক্ষা করতে হয়, সেই পরামর্শও দিয়েছিলেন তারকা।

লন্ডনের এক দোকানে কেনাকাটা করতে গিয়েছিলেন অমিতাভ। একটি টাই কিনতে গিয়েছিলেন। একটি টাই হাতে নিয়ে নাড়াচাড়া করছিলেন তিনি। তখন এক দোকানদার নাকি অমিতাভের সঙ্গে রূঢ় আচরণ করেন। সেই দোকানদার ভেবেছিলেন, ওই টাই কেনার সামর্থ নেই অমিতাভের। বিগ বি সেই ঘটনা নিয়ে বলেন, “আমরা কেনাকাটা করছিলাম। আমি হঠাৎ একটি টাই দেখতে শুরু করি। তখন দোকানদার খুব রূঢ় কণ্ঠে আমাকে জানান, ওই টাইয়ের দাম ১২০ পাউন্ড (১৩,৮১৪ টাকা)।”

Advertisement

এই কথা শুনে রেগে যাননি অমিতাভ। বরং মার্জিত ভাবে উত্তর দিয়েছিলেন তিনি। চমকে গিয়েছিলেন সেই দোকানদার। অমিতাভ বলেন, “আমি ওই ব্যক্তির দিকে ঘুরে তাকাই এবং শান্ত কণ্ঠে বলি, এমন ১০টা টাই আমাকে প্যাক করে দিন। ভারতীয়দের আত্মবিশ্বাস ও দৃঢ়তা প্রকাশ পেয়েছিল সেই ঘটনায়। নিন্দা করলেও চোখে চোখ রেখে কথা বলতে পারি আমরা। বুঝিয়ে দেওয়া দরকার ছিল, আমাদের ছোট করা যাবে না।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement