Ranbir Kapoor

গোমাংস খাওয়ায় কটাক্ষের শিকার হয়েছিলেন! এখন রোজ ঈশ্বরের সঙ্গে ‘কথা’ বলেন রণবীর?

২০২৩ সালে মুক্তি পায় রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির আগে নাকি বেশ বিষণ্ণ থাকতেন তিনি।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৯:৩২
Share:

কেন ঈশ্বরের সঙ্গে কথা বলেন রণবীর? ছবি: সংগৃহীত।

গোমাংস খান বলে একসময় সমালোচিত হয়েছিলেন। তবে এখন নাকি তিনি নিরামিষ খাবারে বেশি মন দিয়েছেন। কারণ, এখন তিনি ব্যস্ত ‘রামায়ণ’ ছবি নিয়ে। ছবিতে রামের চরিত্রে অভিনয় করছেন রণবীর কপূর। এর মধ্যেই জানা গেল, রণবীর নাকি প্রায়ই ‘ঈশ্বরের সঙ্গে কথা’ বলেন। বিশেষ করে, সময় খারাপ গেলে ঈশ্বরের কাছে শান্তি খুঁজে পান তিনি। সংবাদমাধ্যমকে জানিয়েছেন রণবীরের এক বন্ধু।

Advertisement

২০২৩ সালে মুক্তি পায় রণবীরের ছবি ‘অ্যানিম্যাল’। সেই ছবির আগে নাকি বেশ বিষণ্ণ থাকতেন তিনি। সেই বন্ধু বলেছেন, “আমি রণবীরকে প্রশ্ন করি, যখন তোমার ছবি সফল হয় না, তখন তোমার ঠিক কেমন লাগে?” রণবীর তখন জানিয়েছিলেন, রোজ বাড়ি ফিরে ঈশ্বরের সঙ্গে কথা বলেন তিনি। রণবীর বলেছিলেন, “আমি রোজ বাড়ি ফিরে ঈশ্বরের সঙ্গে কথা বলি, প্রার্থনা করি। ঈশ্বরকে বলি, এত পরিশ্রম করি। দয়া করে আমাকে বাঁচিয়ে নিও।”

রণবীরের সেই বন্ধু জানান, ওই সময়ে অভিনেতা বেশ উদ্বেগে থাকতেন। তবে ধৈর্য ধরেছেন দীর্ঘ দিন। পর পর ছবি অসফল হলেও আশা ছাড়েননি। অবশেষে ২০২৩-এ তাঁর ছবি ‘অ্যানিম্যাল’ বক্স অফিসে ঝ়ড় তোলে। ছবি সমালোচিত হয়েছে বিভিন্ন মহলে। তবে বক্স অফিসে ছবির সাফল্য নজর কাড়ার মতো ছিল। সন্দীপ রেড্ডি বঙ্গার এই ছবিতেই শেষ দেখা গিয়েছে অভিনেতাকে। আপাতত তিনি ব্যস্ত ‘রাম’ হয়ে ওঠার জন্য। ‘রামায়ণ’ ছবির কাজ জোরকদমে চালাচ্ছেন রণবীর। তাঁর বিপরীতে সীতার চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement