Malaika Arora

৫২ বছরে পা দেবেন মালাইকা, প্রেমজীবন আরও রঙিন করতে নাকি বদলাতে হবে বাড়ি!

২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজ়ের ঘর ছেড়ে। ২০১৮ সাল থেকেই অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে। কিন্তু আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৮:১৮
Share:

কেমন হতে চলেছে মালাইকা অরোরার নতুন সম্পর্ক, জল্পনা চলছে। ছবি: সংগৃহীত।

চিরযৌবনা মালাইকা অরোরা। এক সময় নামের পাশে খান পদবি ব্যবহার করতেন। ছিলেন আরবাজ় খানের ঘরনি। এক সন্তানের মা। বয়স পেরিয়ে গিয়েছে পঞ্চাশ, তা-ও বছর দেড়েক হল। তবু, তাঁর চলন বলন আজও হিল্লোল তোলে তামাম ভারতে। নাচের তালে তাঁর দুলে ওঠা ‘ছাঁইয়া ছাঁইয়া’ কোমর আজও স্থবির করে দিতে পারে আসমুদ্র হিমাচল। এমন সুন্দরীর প্রেমজীবন নিয়ে আলোচনা হবে না, তা কি হয়!

Advertisement

হয় না, হয়নি। ২০১৭ সালে ১৯ বছরের দাম্পত্য ভেঙে মালাইকা বেরিয়ে আসেন আরবাজ়ের ঘর ছেড়ে। ২০১৯ সাল থেকেই অর্জুন কপূরের সঙ্গে তাঁর সম্পর্কের গুঞ্জন শুরু হয়। কিন্তু বছর পাঁচেকের মাথায় সেই সম্পর্কও ভাঙে।

আবার কি তিনি সম্পর্কে জড়িয়েছেন? গত কয়েক মাস ধরেই চলছে জল্পনা। এ বার জানা গেল, ২০২৫ সাল নাকি তাঁর জন্য বিশেষ শুভ। এ বছরই ৫২-এ পা দেবেন নৃত্যশিল্পী-অভিনেত্রী। আর এই বছরই নাকি তাঁর প্রেম বা সম্পর্কের জন্য দারুন লাভজনক হতে চলেছে, একেবারে ১০-এ ১০।

Advertisement

সম্প্রতি এক সংখ্যাতত্ত্বের সম্মেলনে যোগ দিয়েছিলেন মালাইকা। সেখানেই তিনি বিশেষজ্ঞের কাছে জানতে চান এই বছরে তাঁর প্রেমজীবন কেমন যাবে? বিশেষজ্ঞ তাঁকে বলেন, “২০২৫ সাল প্রেমের ক্ষেত্রে ১০-এ ১০।” ওই অনুষ্ঠানে অতিথি হিসাবে যোগ দিয়েছিলেন মালাইকা। প্রেম প্রসঙ্গের আগে বিশেষজ্ঞ তাঁকে কিছু পরামর্শও দেন। তিনি জানান, ভাগ্য সুপ্রসন্ন করতে যত শীঘ্র সম্ভব মালাইকার বাসস্থান বদল করা প্রয়োজন। একই সঙ্গে নামের বানানেও কিছু পরিবর্তন আনা দরকার।

অনুষ্ঠানে দাঁড়িয়ে মালাইকা বলেন, “আমি খুবই খুঁতখুঁতে মানুষ। এ ধরনের কোনও অনুষ্ঠানে যখনই গিয়েছি তখন খুব যে আগ্রহ নিয়ে গিয়েছি তা নয়। তবে আজ এখানে এসেছি, নিশ্চয়ই এর নেপথ্যে কোনও বিশেষ কারণ রয়েছে বলে মনে করছি।”

২০২৪ সালের দীপাবলীর সময় প্রকাশ্যে অর্জুন ঘোষণা করেছিলেন তিনি ‘সিঙ্গল’। যদিও মালাইকার বাবার মৃত্যুর পর অর্জুনকে দেখা গিয়েছিল তাঁর পাশে দাঁড়াতে। সে দিন মালাইকার পাশে দেখা গিয়েছিল প্রাক্তন স্বামী আরবাজ় খানকেও। এ দিকে আরবাজ় দ্বিতীয় বিবাহ সেরেছেন, আপাতত অপেক্ষা করছেন দ্বিতীয় সন্তানের জন্য। এরই মধ্যে আলোচনা জোরদার হয়েছে মালাইকার প্রেম জীবন নিয়ে। এর আগে নিজের রেস্তোরাঁয় হাস্যরসাত্মক বক্তব্য রাখতে গিয়েও নিজেকে নিয়ে ব্যঙ্গ করেছিলেন মালাইকা। তবে যাই হোক, তাঁর প্রতি অনুরাগীদের আগ্রহ কমেনি এক ফোঁটাও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement