Usashi Chakraborty

ক্র্যাবি দ্বীপে বিকিনি পরে শঙ্খ ঘোষের কবিতা বললেন ঊষসী! কার সঙ্গে ঘুরতে গেলেন?

টলিপাড়ার অন্যতম আলোচিত অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। তাঁকে এই মুহূর্তে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখছেন দর্শক। ছুটি নিয়ে তাইল্যান্ড ঘুরতে গেলেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৭:৫২
Share:

কার সঙ্গে তাইল্যান্ডে ছুটি কাটাচ্ছেন ঊষসী? ছবি: সংগৃহীত।

চোখে রোদচশমা, পরনে রঙিন বিকিনি, মাথায় টুপি— তাইল্যান্ডের ক্র্যাবি দ্বীপে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী ঊষসী চক্রবর্তী। সমুদ্রপার থেকেই একটি নিজস্বী পোস্ট করলেন তিনি। তবে সেখানে ছবির থেকেও তাঁর ক্যাপশন নিয়ে দর্শকের বেশি আগ্রহ। তিনি সাফ লিখে দিয়েছেন, “ট্রোলারদের জন্য একটা কাজ দিলাম।” তিনি যাই করেন, তা নিয়েই সমালোচনা হয় বিস্তর। যদিও কোনও সমালোচনাকেই গুরুত্ব দিতে রাজি নন অভিনেত্রী। মাঝেমাঝেই সমাজমাধ্যমের পাতায় ঊষসীর পোস্ট ঘিরে বিস্তর কাটাছেঁড়া হয়। তাই এ ক্ষেত্রেও যে তেমনটাই হবে ধরে নিয়েছেন তিনি। ঘোরার ফাঁকেই আনন্দবাজার ডট কমকে জানালেন, তিনি তাঁর সমালোচকদের কাজ দিয়ে ব্যস্ত রাখতে চান।

Advertisement

ঊষসী বলেন, “এমন কোনও পোস্ট নেই যা নিয়ে সমালোচনা করেননি মানুষ। তাই আমি চাই ওঁরা কাজে ব্যস্ত থাকুন। সেই জন্যই তো ট্রোলারদের কাজ দিলাম।” তবে ঊষসীর ছবি দেখে সকলের মনে প্রশ্ন, কার সঙ্গে ঘুরতে গিয়েছেন অভিনেত্রী? প্রশ্ন শুনে খানিকটা এড়িয়ে গেলেন তিনি।

শঙ্খ ঘোষের কবিতার লাইন তুলে বললেন,

Advertisement

“বিকিয়ে গেছে চোখের চাওয়া

তোমার সাথে ওতপ্রোত

নিয়ন আলোয় পণ্য হলো

যা-কিছু আজ ব্যক্তিগত।”

সমালোচকদের ব্যস্ত রাখতে চান ঊষসী। ছবি: সংগৃহীত।

উল্লেখ্য, এই মুহূর্তে ঊষসীকে ‘রোশনাই’ ধারাবাহিকে দেখছেন দর্শক। ‘জুন আন্টি’র পর আবারও নেতিবাচক চরিত্রেই তাঁকে দেখছেন দর্শক। তবে গল্পে পরিবর্তন এসেছে। এখন দেখা যাচ্ছে, রোশনাইয়ের মা হলেন সুরঙ্গমা। এত দিন বোনের মেয়ে বলে রোশনাইকে বিন্দুমাত্র সহ্য করতে পারত না সুরঙ্গমা। তা হলে এই পটপরিবর্তন কি বদলে দেবে ঊষসীর চরিত্র? দর্শকমনে কৌতূহল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement