Ranieeta Das

অপেক্ষা শেষ! ১০ বছর পর আবার ছোট পর্দায় ফিরছেন অভিনেত্রী রণিতা দাস?

বহু বছর হল ছোট পর্দা থেকে দূরে অভিনেত্রী রণিতা দাস। শোনা যাচ্ছে, ১০ বছর পরে ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০১ মে ২০২৫ ১৬:৩০
Share:

ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রণিতা দাস? ছবি: সংগৃহীত।

তাঁকে দেখলে এখনও বাহামণি বলেই সম্বোধন করেন সবাই। তিনি হলেন অভিনেত্রী রণিতা দাস। অনেক দিন হল তাঁকে ছোট পর্দায় দেখা যায়নি। মাঝে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। কিন্তু ধারাবাহিক থেকে অনেক দিনই দূরে। ছোট পর্দা থেকে তাঁর দূরে সরে যাওয়া নিয়ে অনেকের মনেই কৌতূহল তৈরি হয়েছিল। শোনা যাচ্ছে, আবারও ধারাবাহিকে ফিরছেন অভিনেত্রী রণিতা।

Advertisement

ইতিমধ্যেই কথাবার্তা নাকি হয়ে গিয়েছে। এখন নাকি সইসাবুদ বাকি। তবে চূড়ান্ত কিছু জানা যাচ্ছে না। তবে সিরিয়াল পাড়ায় কান পাতলে শোনা যাচ্ছে, আবারও স্টার জলসার কোনও এক ধারাবাহিকেই মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। কিন্তু সবটাই আলোচনার স্তরে আছে। এখনও পর্যন্ত চ্যানেলের পক্ষ থেকে কিছু জানানো হয়নি। কথা সব ঠিক থাকলে শীঘ্রই রণিতাকে আবার ধারাবাহিকে দেখবেন দর্শক। এ প্রসঙ্গে আনন্দবাজার ডট কমের তরফে অভিনেত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনও কথা বলতে চাননি।

‘ধন্যি মেয়ে’ ধারাবাহিকের মাধ্যমে অভিনয় যাত্রার শুরু রণিতার। প্রথম ধারাবাহিকেই আলোচনায় উঠে আসেন অভিনেত্রী। তার পর নায়িকার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘ইষ্টি কুটুম’। ওই ধারাবাহিকে নায়িকাকে একেবারে অন্য চেহারায় দেখেছিলেন দর্শক। অভিনেতা ঋষি কৌশিকের সঙ্গে জুটি বাঁধেন অভিনেত্রী। কিন্তু মাঝপথেই সেই কাহিনি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি। অনেক সাক্ষাৎকারেই নায়িকা জানিয়েছেন, সে সময় এতটাই অসুস্থ হয়ে পড়েছিলেন যে ওই সিদ্ধান্ত নিতে বাধ্য হন। শিরদাঁড়ায় এত যন্ত্রণা হত যে তিনি দাঁড়িয়ে শুটিং করতে পারতেন না। ওজনও অনেকটা বেড়ে গিয়েছিল, তাই বাধ্য হয়েছিলেন কাজ বন্ধ করতে। এর পরে একটি রিয়্যালিটি শো সঞ্চালনাও করেছিলেন অভিনেত্রী। তার পর আর সে ভাবে তাঁকে দেখা যায়নি। এখনও রণিতাকে ছোট পর্দায় দেখার অপেক্ষায় দর্শক।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement